মহারাষ্ট্র : নির্বাচনের ফল ঘোষণার পর সেয়ানে সেয়ানে টক্কর দিয়ে বিজেপির থেকে ছিনিয়ে নিয়েছেন তিনি। এবার সময় নিজের শক্তি পরীক্ষার। মাত্র ৫৬ জন বিধায়ক নিয়ে ১০৫ বিধায়ক থাকা বিজেপিকে লেজে গোবরে করে উদ্ভব ঠাকরে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন বৃহস্পতিবার। মন্ত্রীসভা গঠন করেন সহযোগী এনসিপি ও কংগ্রেসের সদস্যদের নিয়ে। নিয়োগ করেন প্রোটেম স্পিকার। এনসিপির বর্ষীয়ান বিধায়ক দিলীপওয়ালসে পাতিলকে প্রোটেম স্পিকার নির্বাচিত করে আজ শক্তি পরীক্ষায় অবতীর্ণ হবেন শিবসেনা সুপ্রিমো।
মনোনয়ন দেবেন স্পিকার পদের জন্য। জানা গেছে, কংগ্রেসের দখলে থাকবে স্পিকারের পদ। আজ মনোনয়ন জমা করে আগামীকালই হবে স্পিকার নির্বাচন। দীর্ঘ টানপোড়েনের শেষে রাজনৈতিক পট পরিবর্তনের মাধ্যমে প্রথমবারের জন্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হলেন শিবসেনার কোন নেতা। মুখ্যমন্ত্রীর পদে বসার পরেই উদ্ভব ঘোষণা করেন, কৃষকদের স্বার্থে কাজ করবে জোট সরকার। জোর দেওয়া হবে কর্মসংস্থান ও খাদ্য সুনিশ্চয়তা প্রকল্পে। স্বাস্থ্য ও সেচ ব্যবস্থায় বরাদ্দ বাড়ানোর প্রতিশ্রুতি দেন তিনি।