দিন দিন সমস্ত জিনিসের মূল্য বৃদ্ধির দলে যোগদান করেছে রান্না গ্যাসও। বছর শেষে গ্যাসের দাম আবার বাড়ল ২১.৫০ টাকা। বর্তমানে ভর্তুকিবিহীন রান্নার গ্যাসের দাম বেড়ে হয়েছে ৭৪৭ টাকা। যা কার্যকর হবে নতুন বছরের প্রথম দিন থেকেই। এই মাসে দুবার গ্যাসের দাম বাড়ল। ডিসেম্বর মাসের শুরুতে ১৯ টাকা দাম বেড়ে গ্যাসের দাম হয়েছিল ৭২৫ টাকা ৫০ পয়সা, আবার দাম বাড়ল ২১ টাকা ৫০ পয়সা। দিন দিন গ্যাসের দাম বেড়েই চলেছে। গত চার মাসে ১৪৬ টাকা বৃদ্ধি পেয়েছে গ্যাসের দাম।
আরও পড়ুন : বছরের শুরুতেই বাড়বে বেতন, ঘোষণা মমতা সরকারের
প্রত্যেক মাসে বদলে যায় গ্যাসের ভর্তুকির পরিমাণ, কারণ আন্তর্জাতিক বাজারের সাথে সঙ্গতি রেখে গ্যাসের দাম নির্ধারণ করে তেল কোম্পানিগুলো। যার ফলে প্রত্যেক মাসে বদল ঘটে ভর্তুকির পরিমাণে। কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী বছরে বারোটি গ্যাসের ভর্তুকি দেয়। বারোটির বেশি সিলিন্ডার প্রয়োজন হলে গ্রাহকরা ভর্তুকি পায়না।