Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বলিউড অভিনেত্রীকে ভালোবাসার শুভেচ্ছে ক্রিকেটার কেএল রাহুলের, মুহূর্তে ভাইরাল ছবি

Updated :  Friday, November 6, 2020 11:26 AM

বলিউডের বাতাসে অভিনেত্রী আথিয়া শেঠি ও ক্রিকেটার কে.এল.রাহুলের সম্পর্কে গুঞ্জন ভাসছিল। এবার আথিয়ার সঙ্গে সেলফি পোস্ট করে আথিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন কেএল রাহুল। জন্মদিনের শুভেচ্ছা জানানোর সময় আথিয়াকে ‘ম্যাড চাইল্ড’ বলে ভালোবাসার বার্তা দেন রাহুল। রাহুল ছবিটি পোস্ট করতেই দ্রুত তা ভাইরাল হয়ে যায়।  আথিয়া ও রাহুলের ছবি নেটিজেনদের কাছে প্রশংসনীয় হয়েছে। তাঁরা এই ছবিতে ‘হার্ট’ ইমোজি দিয়েছেন। নেটিজেনরাও আথিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

কেএল রাহুলের উথ্থান হয় 2010 সালের আইসিসি অনুর্ধ্ব-19 ক্রিকেট বিশ্বকাপ থেকে। রাহুল এই বিশ্বকাপে ভারতীয় দলের সদস্য ছিলেন। 2013 সালে আইপিএল-এ ‘রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর’ দলের সদস্য হিসেবে খেলেছিলেন রাহুল। 2014 সালে আইপিএল নিলামে এক কোটি টাকার বিনিময়ে ‘সানরাইজার্স হায়দ্রাবাদ’ কর্তৃপক্ষের সাথে চুক্তিবদ্ধ হন তিনি। এই মুহূর্তে তিনি ‘কিংস ইলেভেন পঞ্জাব’-এর সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন।

অভিনেতা সুনীল শেঠির কন্যা আথিয়া শেঠি বলিউডে নিখিল আডবাণী পরিচালিত ফিল্ম ‘হিরো’-এর মাধ্যমে কেরিয়ার শুরু করেন। খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে, মহিলা ফুটবলার আফসান আশিক-এর জীবন অবলম্বনে তৈরি বায়োপিক ‘হোপ সোলো’-এর শুটিং। এই ফিল্মে আফসান আশিক-এর চরিত্রে অভিনয় করতে চলেছেন আথিয়া।