Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বছরের শেষটা ড্র দিয়ে শেষ করলেও লিগ টেবিলের শীর্ষে এটিকে-মোহনবাগান

Updated :  Wednesday, December 30, 2020 10:35 AM

বছরের শেষটা যে এরকম যাবে, সেটা হয়ত কোনও সবুজ-মেরুন সমর্থকই আশা করেনি। তাও এমনটাই হল। চেন্নাইন এফসি’র কাছে আটকে গেল বাগানের বিজয়রথ। গোলশূন্যভাবেই শেষ হয় ম্যাচ।

গতকাল, মঙ্গলবারের ম্যাচ থেকে আন্তোনিও হাবাস মাত্র ১ পয়েন্ট সংগ্রহ করতে পারলেন। কিন্তু, তা সত্ত্বেও পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে গেল এটিকে-মোহনবাগান। আসলে এই ম্যাচ খেলতে নামার আগে মুম্বই এফসি’র সঙ্গে যুগ্মভাবে ১৬ পয়েন্টে ছিল এটিকে-মোহনবাগান। কিন্তু, গোল পার্থক্যে পিছিয়ে থাকার কারণে বাগান ব্রিগেড দ্বিতীয় স্থানে ছিল। কিন্তু গতকাল ১ পয়েন্ট পেতেই ১৭ পয়েন্ট হয় বাগানের। সেই সঙ্গে শীর্ষস্থানে উঠে যায় এটিকে-মোহনবাগান।

এদিন কোনও দলই সেভাবে গোলের সুযোগ তৈরি করতে পারেনি। প্রথমার্ধের ম্যাচ যথেষ্ট ম্যাড়ম্যাড়ে হয়েছে। তবে বল দখলের লড়াইয়ে এটিকে-মোহনবাগানের থেকে অনেকটাই এগিয়ে ছিল চেন্নাইন এফসি। তাদের দখলে ৫৩ শতাংশ বল ছিল। ২০ মিনিটে প্রতিহত হয়ে আসা বল থেকে অসাধারণ একটা সুযোগ পেয়েছিলেন রয় কৃষ্ণা। কিন্তু, নেটের হালকা বাইরে দিয়ে বলটা বেরিয়ে যায়। এছাড়া এটিকে-মোহনবাগান আর সেভাবে চোখে পড়ার মতো কোনও সুযোগ তৈরি করতে পারেনি।

দ্বিতীয়ার্ধে বাগান ব্রিগেডকে অনেকটাই ছন্নছাড়া দেখাতে শুরু করে। ৬২ মিনিটে রাফায়েলকে ট্যাকল করতে গিয়ে হলুদ কার্ড দেখেন প্রণয়। ফুটবলারদের মধ্যে হতাশার ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছিল। ৬৭ মিনিটে একসঙ্গে জোড়া খেলোয়াড় বদল করেন বাগান হেড স্যার আন্তোনিও লোপেজ় হাবাস। মনবীর সিংয়ের বদলে আসেন প্রবীর দাস এবং প্রণয় হালদারের বদলে আসেন জয়েশ রানে। কিন্তু, তাতেও কোনও লাভ হয়নি। নির্ধারিত ৯০ মিনিটের পর আরও অতিরিক্ত ৬ মিনিট দেওয়া হয়। কিন্তু, তাতে লাভের লাভ কিছুই হয়নি। চেন্নাইন এফসি’র বিরুদ্ধে গোলশূন্য ড্র করে এটিকে-মোহনবাগান।