ফাতোর্দা স্টেডিয়ামে গতকাল, রবিবার (Sunday) এফসি গোয়ার (FC Goa) বিরুদ্ধে এটিকে-মোহনবাগান (ATK-Mohunbagan) ১-১ গোলে ড্র করেছে। বাগানের হয়ে প্রথমে এডু গার্সিয়া (৭৫ মিনিট) গোল করলেও ম্যাচের ৮৫ মিনিটে গোয়ার হয়ে সমতা ফিরিয়ে আনেন দলের সুপার সাব ইশান পান্ডিতা। পরপর দুটো ম্যাচে জয় না আসার কারণে খুব স্বাভাবিকভাবেই হতাশ হয়ে পড়েছেন বাগানের হেড স্যার আন্তোনিও হাবাস (Antonio Lopez Habas)। ম্যাচের পর স্পষ্ট গলায় তিনি জানিয়ে দিলেন, এফসি গোয়াকে হারানোর জন্য তাঁর দল বেশ কয়েকটা সুযোগ পেয়েছিল। কিন্তু, সেগুলো বাগান ব্রিগেড কাজে লাগাতে পারেনি।
ম্যাচের পর হাবাস বললেন, “দুটো দলের কাছেই যথেষ্ট বিকল্প ছিল। অবশেষে ম্যাচের ফাইনাল থার্ডে গোল এসেছে। আমাদের গোলটা আসার আগেই, এই ম্যাচ জয়ের সুযোগ আমাদের হাতে ছিল। এই ম্যাচ থেকে আমি তিন পয়েন্টই সংগ্রহ করতে চেয়েছিলাম। তবে এই এক পয়েন্টও যথেষ্ট গুরুত্বপূর্ণ।”
পাশাপাশি হাবাস এও মনে করেন যে বড় দলগুলোর বিরুদ্ধে একাধিক সুযোগ হাতছাড়া করলে, এভাবেই পস্তাতে হবে। তিনি বললেন, “আমি মনে করি, দুটো বড় দলের মধ্যে একটা বড় ম্যাচে গোল করার একাধিক সুযোগ পাওয়া যায় না। একটা দল চারটে, পাঁচটা, ছ’টা সুযোগ পেয়েই যাবে, তেমনটা তো আর হতে পারে না।”
সেইসঙ্গে তিনি আরও যোগ করেছেন, “হতে পারে আমরা হারতে ভয় পেয়েছিলাম। সেকারণেই এভাবে খেলেছি। তবে দলের এই পারফরম্যান্স নিয়ে আমি যারপরনাই খুশি।”
এদিকে আবার বাগান সমর্থকদের মুখে এখন একটাই কথা। এই সাদা-কালো জার্সিটাই নাকি যত নষ্টের গোড়া। এই জার্সি পরলেই নাকি জিততে পারে না এটিকে মোহনবাগান। আর সেকারণে এফসি গোয়ার বিরুদ্ধে এই ড্র একেবারে মেনে নিতে পারছে না বাগান সমর্থকেরা। আপাতত পয়েন্ট টেবিলে তারা দ্বিতীয় স্থানে রয়েছে। ঝুলিতে রইল ২১ পয়েন্ট।
ম্যাচের পর বাগান সমর্থকদের সেই পুরনো দাবিটা আরও একবার মাথাচাড়া দিয়ে উঠেছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তাঁরা বিক্ষোভ দেখাতে শুরু করেছে। দাবি, মোহনবাগান নামের আগে থেকে এটিকে নামটা সরাতে হবে। কারণ, টুর্নামেন্ট শুরুর আগে এটিকে কর্তারা এই সাদা-কালো (তৃতীয় কিট) জার্সির ব্যাপারে নাকি ঘুণাক্ষরেও জানাননি। তখন জার্সিতে সবুজ-মেরুন রং রাখারই কথা হয়েছিল। কিন্তু, এখন এই জার্সিতে দলকে খেলিয়ে কর্তারা নাকি নিজেদের কথার খেলাপ করছেন বলেই দাবি বাগান সমর্থকদের। যাইহোক, আজকের ম্য়াচে ড্র মোহনবাগানকে পয়েন্ট টেবিলে শীর্ষে ওঠার ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। আগামী ম্যাচগুলোয় জয়ের দিকেই তাকিয়ে থাকবে হাবাস অ্যান্ড কোম্পানি।