Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

উইলিয়ামসের গোলে সুনীলদের অপরাজিত দৌড় থামিয়েছে হাবাসের ছেলেরা

Updated :  Tuesday, December 22, 2020 10:30 AM

গতকাল, সোমবার এটিকে-মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসির লড়াইটা ছিল সেয়ানে সেয়ানে। প্রথমে ব্যাক-টু-ব্যাক তিনটি ম্যাচে জয়ের হ্যাটট্রিক করে চতুর্থ ও পঞ্চম ম্যাচ হারতে হলেও পুনরায় পরপর দুটি ম্যাচে জয় পায় এটিকে-মোহনবাগান। প্রথমে এফসি গোয়া ও তারপর বেঙ্গালুরু এফসিকে হারানোর পর দুটি জয় পেয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে মেরিনার্সরা। সোমবার বেঙ্গালুরুকে হারিয়ে সুনীলদের অপরাজিত দৌড় থামিয়েছে হাবাসের ছেলেরা।

প্রথমার্ধে শুরু থেকেই রয় কৃষ্ণা, মনবীর সিং, ডেভিড উইলিয়ামসরা সুনীলদের গোল করার রাস্তায় বাধা হয়ে দাঁড়িয়েছিলেন। অন্যদিকে, বেঙ্গালুরুও এটিকে-মোহনবাগানের রক্ষণকে ব্যস্ত রাখে। তবুও ৩০ মিনিটের মাথায় কার্ল ম্যাকহিউজের পাস থেকে ডেভিড উইলিয়ামসের গোলে এগিয়ে যায় এটিকে-মোহনবাগান। এরপর গোল শোধ করার চেষ্টা করেও প্রথমার্ধে গোলশূন্য থাকে সুনীলদের স্কোরবোর্ড।

দ্বিতীয়ার্ধে ৫১ মিনিটে ফের ডেভিড উইলিয়ামসের কাছে গোল করার সুযোগ থাকে। কিন্তু গোল হয়নি। গোটা দ্বিতীয়ার্ধ জুড়ে গোল শোধ করার চেষ্টা করে বেঙ্গালুরু। কিন্তু সেই চেষ্টায় ব্যর্থ হন তাঁরা। এটিকে-মোহনবাগানের কাছে হার স্বীকার করতে হয় এই দলকে। এর ফলে সাত ম্যাচ খেলে বেঙ্গালুরুর পয়েন্ট ১২। অন্যদিকে, সাত ম্যাচ খেলে এটিকে-মোহনবাগানের পয়েন্ট ১৬।