রয় কৃষ্ণার গোলে নিজামের শহরকে হারিয়ে জয় ফিরল এটিকে-মোহনবাগান

গোয়া: আইএসএলের শুরুতে ব্যাক-টু-ব্যাক তিনটি ম্যাচে জয়ের হ্যাটট্রিক করে আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছিল এটিকে-মোহনবাগান। কিন্তু হঠাৎ চতুর্থ ম্যাচ থেকে ঘটে ছন্দপতন। চতুর্থ ম্যাচে জামশেদপুরের বিরুদ্ধে হার ও পঞ্চম ম্যাচ হায়দরাবাদের…

Avatar

গোয়া: আইএসএলের শুরুতে ব্যাক-টু-ব্যাক তিনটি ম্যাচে জয়ের হ্যাটট্রিক করে আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছিল এটিকে-মোহনবাগান। কিন্তু হঠাৎ চতুর্থ ম্যাচ থেকে ঘটে ছন্দপতন। চতুর্থ ম্যাচে জামশেদপুরের বিরুদ্ধে হার ও পঞ্চম ম্যাচ হায়দরাবাদের বিরুদ্ধে ড্র করায় একটু চিন্তায় পড়ে যান এটিকে-মোহনবাগান কোচ আন্তোনিও লোপজ হাবাস। কিন্তু ষষ্ঠ ম্যাচে জয়ের সরণিতে ফিরল মেরিনার্সরা। যদিও এ ক্ষেত্রেও দলের হয়ে পড়ি তোর কাজ করেছেন সেই রয় কৃষ্ণা। গোয়া এবং কলকাতার ফুটবল দ্বৈরথ নতুন নয়। তাই চিরাচরিত এই লড়াই দেখার জন্য বুধের সন্ধ্যেতে সকলেই টেলিভিশনের পর্দায় চোখ রেখেছিল। আর গোয়াকে ১-০ গোলে হারিয়ে ফের জয়ের স্বাদ পেল হাবাসের ছেলেরা।

এদিন প্রথমার্ধের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে দেখা যায় এটিকে-মোহনবাগানকে। বিপক্ষ দলকে আক্রমণের জালে জড়িয়ে ফেলার জন্য শুরু থেকেই রয় কৃষ্ণার সঙ্গে ডেভিড উইলিয়ামস ও মনবীর সিংকে জুড়ে দিয়েছিলেন হাবাস। কিন্তু তাতেও আখেড়ে কোনও লাভ হয় না। প্রথমার্ধ গোলশূন্য থেকে যায়।

দ্বিতীয়ার্ধে হায়দরাবাদের পক্ষ থেকেও ডিফেন্সিভ লড়াই লড়া হয়। ম্যাচের বয়স যখন ৮৩ মিনিট, তখন পেনাল্টি পায় এটিকে-মোহনবাগান। আর সেই পেনান্টিকে কাজে লাগিয়ে স্পটকিক থেকে গোল করতে এতটুকু ভুল করেননি এটিকে-মোহনবাগান অধিনায়ক রয় কৃষ্ণা। হাজার চেষ্টা করেও সেই গোল পরিশোধ করতে পারেনি হায়দরাবাদ। সুতরাং, নির্ধারিত সময় শেষে ১-০ গোলে জয় পায় এটিকে-মোহনবাগান। ছয় ম্যাচ শেষে ১3 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে এই মুহূর্তে রয়েছে হাবাসের দল।