ব্যাংকে টাকা জমিয়ে রাখেন অথচ সুদের অঙ্ক দেখে হতাশ? অনেকেই তাই স্থায়ী আমানত বা Fixed Deposit (FD)-এর দিকে ঝুঁকছেন। কিন্তু নতুন ব্যবস্থায় সেভিংস অ্যাকাউন্টেও এখন FD-র মতো সুদের সুযোগ মিলতে পারে। ব্যাংকের চালু করা হচ্ছে এমনই এক বিশেষ পরিষেবা, যার নাম ‘অটো সুইচ মেথড’। এই সুবিধা সক্রিয় করলে জমা টাকার উপর সুদের হার বেড়ে যাবে বলে জানা যাচ্ছে।
ডিজিটাল লেনদেনের যুগ
বর্তমানে UPI এবং ডিজিটাল পেমেন্ট পদ্ধতি জনপ্রিয় হওয়ায় অধিকাংশ গ্রাহকের সেভিংস অ্যাকাউন্টে নিয়মিত টাকা আসছে ও যাচ্ছে। কিন্তু এই জমা টাকার উপর ব্যাংক খুব কম সুদ দেয়। ফলে গ্রাহকেরা প্রায়শই ভেবে দেখেন—এ টাকা যদি FD-তে রাখা যেত, তবে বেশি লাভ হত। সেই সমস্যারই সমাধান আনছে এই নতুন প্রক্রিয়া।
অটো সুইচ মেথড কীভাবে কাজ করে?
এই পরিষেবায় গ্রাহকের সেভিংস অ্যাকাউন্টে অতিরিক্ত যে টাকা পড়ে থাকবে, সেটি ব্যাংক নিজে থেকেই একটি বিশেষ অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবে। সেখানে টাকার উপর সুদের হার FD-র সমান হবে। ফলে আলাদা করে FD খোলার ঝক্কি নিতে হবে না। আবার প্রয়োজনে গ্রাহক চাইলে সহজেই সেই টাকা অ্যাকাউন্ট থেকে তুলতেও পারবেন।
কীভাবে সক্রিয় করবেন এই সুবিধা?
ব্যাংক গ্রাহক চাইলে সরাসরি শাখায় গিয়ে বা কখনও কখনও অনলাইন ব্যাংকিং-এর মাধ্যমেও অটো সুইচ মেথড সক্রিয় করতে পারবেন। সাধারণত শাখার ম্যানেজারের কাছে একটি লিখিত অনুরোধ জানাতে হয়। ব্যাংক এই পরিষেবার জন্য কোনও অতিরিক্ত চার্জ নেয় না। অর্থাৎ গ্রাহকের লাভের অঙ্কই কেবল বাড়ে।
কেন গুরুত্বপূর্ণ এই পরিষেবা?
যাঁরা নিয়মিত সেভিংস অ্যাকাউন্টে বড় অঙ্কের টাকা রাখেন কিন্তু FD খোলার সময় পান না, তাঁদের জন্য এটি বিশেষভাবে উপকারী। এতে সুদের হারে লাভ বাড়বে এবং অর্থ ব্যবস্থাপনাও সহজ হবে।














