এদিন উত্তর সিকিমের নাকু লা সেক্টরের বিস্তীর্ণ অঞ্চলে টহলদারি চালাতে গিয়ে তুষার ধসে চাপা পড়ে যায় ভারতীয় সেনাবাহিনীর একটি দল। জানা গিয়েছে, গত সপ্তাহ নাগাদ উত্তর সিকিমের নাকু লা সেক্টরে সংঘর্ষে লিপ্ত হন ভারতীয় সেনাবাহিনী ও চিনের সেনাবাহিনীর একটি দল।
ভারতীয় সেনাবাহিনীর সূত্রে জানা গিয়েছে, চুক্তি লঙ্ঘন করে চিনের সেনাবাহিনী নাকু লার দিকে এগিয়ে আসতে থাকে। তার ফলে ভারতীয় সেনাবাহিনীরা চিনের সেনাদের প্রবেশে রুখে দাঁড়ায় যার ফলে লড়াই চলে দুই পক্ষের মধ্যে।ওই সংঘর্ষের ফলে আহত হন বেশ কয়েকজন। এরপর চিনের সেনাদের প্রবেশ রুখতে ভারতীয় সেনা নাকু লা সেক্টর-সহ উত্তর সিকিমের বিস্তীর্ণ এলাকা জুড়ে টহল শুরু করে।
আর সেই টহলদারির একটি দল তুষার ধসে চাপা পড়ে যায়। এই ভয়ঙ্কর তুষার ধসে চাপা পড়ে তলিয়ে যান ভারতীয় সেনাবাহিনীর ১৭ জন সেনা। ভারতীয় সেনাবাহিনীর সূত্রে জানান হয়েছে, একজন জওয়ানের খোঁজ পাওয়া যায়নি। এছাড়া বাকিদের উদ্ধার করা সম্ভব হয়েছে।