Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Avneet Kaur: নীল সুতির শাড়িতে ভক্তদের হৃদয়হরন করলেন অভিনেত্রী অবনীত কৌর

Updated :  Thursday, February 23, 2023 9:44 AM

অবনীত কৌর হিন্দি টেলিভিশন জগৎ’এর একটি পরিচিত মুখ। মাত্র ২১ বছর বয়সেই অভিনেত্রী হিসেবে সাফল্য অর্জন করেছেন তিনি। অনেক ছোট বয়সেই অভিনয় জগতের সাথে পরিচয় ঘটেছে তার। ২০১০ সালে প্রথম টেলিভিশন জগতে পা রাখেন অভিনেত্রী। ‘ডান্স ইন্ডিয়া ডান্স’ দিয়েই শুরু করেছিলেন তিনি। তবে মাঝপথে সেই রিয়্যালিটি শো থেকে বাদ পড়ে যান অবনীত। তবে তারপরেই এই অভিনয় দুনিয়ায় পা রাখেন তিনি। অভিনেত্রী হিসেবে ইন্ডাস্ট্রিতে পা রাখার পর তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে, সেকথা অবশ্য আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না।

বর্তমানের তরুণ সাহসী অভিনেত্রীদের মধ্যে একজন তিনি। বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতাতেও কম সক্রিয় নন অভিনেত্রী। ইনস্টাগ্রামে তার ফলোয়ার্স সংখ্যা ৩২.৫ মিলিয়ন ছাড়িয়েছে। অভিনয়ের পাশাপাশি একাধিক বোল্ড ফটোশুটেও প্রায়ই অংশ নিতে দেখা যায় তাকে। থেকে থেকেই দুবাইতে পাড়ি দেন অবনীত, স্বাভাবিকভাবেই সেই ঝলক নিমেষের মধ্যে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ার পাতাতেও। তবে সম্প্রতি একেবারে ভিন্ন লুকে ক্যামেরার সামনে এই তরুণ অভিনেত্রী।

সম্প্রতি নীল শাড়িতে সকলের মন কেড়েছেন অবনীত। খোলা চুলে নীল সুতির শাড়িতে ও হলুদ ব্লাউজে ছিলেন এদিন। হালকা গোলাপি লিপস্টিকে মানানসই সাজে ছিলেন অভিনেত্রী। কার্লি হেয়ারে এদিন ছোট কালো টিপও পরেছিলেন তিনি। খুব সম্ভবত নিজের অ্যাপার্টমেন্টেই সাম্প্রতিক এই বোল্ড বং ফটোশুটটি করেছেন তিনি। সেকথা অবশ্য তার শেয়ার করে নেওয়া ছবিগুলিতে নজর রাখলেই স্পষ্ট হবে। তার এই শাড়ি লুক হৃদয়হরন করেছে নেটনাগরিকদের একাংশের। তাপমাত্রা বাড়িয়েছে ভক্তদের মনেরও। ছকভাঙা শাড়ি লুকে এদিন রীতিমতো সকলের নজর কেড়েছেন অবনীত।