করোনা ভাইরাসের হাত থেকে দেশকে রক্ষা করতে এবার এগিয়ে এলো দেশের তৃতীয় বৃহত্তম বেসরকারি ব্যাংক AXIS ব্যাংক। AXIS ব্যাংকের তরফে জানানো হয়েছে, করোনা ভাইরাসের তহবিল করার জন্য তারা ১০০ কোটি টাকা দেবে। গতকাল ব্যাংকের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ‘এই ১০০ কোটি টাকার ফান্ডটি ব্যাংকের সকল গ্রাহক, কর্মচারী সর্বোপরি করোনা ভাইরাসে আক্রান্ত মানুষদের স্বার্থে ব্যবহার করা হবে।’
AXIS ব্যাংকের তরফে আরও জানানো হয়েছে তারা ৩১ শে মার্চ পর্যন্ত বেশ কিছু ক্ষেত্রে চার্জ মকুব করবে। এর মধ্যে সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট এবং প্রিপেইড কার্ড গ্রাহকদের চার্জ মকুব করা হবে বলে জানানো হয়েছে ব্যাংকের তরফে। ৩১ মার্চ পর্যন্ত এইসব ক্ষেত্রে কোনো চার্জ দিতে হবেনা গ্রাহকদের।
AXIS ব্যাংকের সিইও অমিতাভ চৌধুরী বলেছেন, ‘এই মুহুর্তে এই ভাইরাসের বিরুদ্ধে আমাদের একত্রে লড়াই করতে হবে। সকল সম্প্রদায়কে একসাথে লড়াই করে এই মহামারির হাত থেকে বাঁচতে হবে।’ পাশাপাশি এইসময়ে তিনি এক্সিস ব্যাংকের গ্রাহকদের আরও বেশি করে অনলাইন লেনদেন করার অনুরোধ করেছেন।