ফিক্সড ডিপোজিটে এক ধাক্কায় বাড়ল সুদের হার, লক্ষ্মীলাভ এই ব্যাঙ্কের গ্রাহকদের
ফিক্সড ডিপোজিটে (Fixed Deposit) সুদের হার সংশোধন করা হল অ্যাক্সিস ব্যাঙ্কে (Axis Bank)। ফিক্সড ডিপোজিটে সুদের হার বৃদ্ধি করা হয়েছে, এই মর্মে সম্প্রতি ঘোষণা করা হয়েছে সংশ্লিষ্ট ব্যাঙ্কের তরফে। ২ কোটি টাকা থেকে শুরু করে ৫ কোটি টাকা পর্যন্ত ফিক্সড ডিপোজিটে সুদের হার সংশোধন করা হয়েছে অ্যাক্সিস ব্যাঙ্কে। সুদের হার বেড়ে কত হয়েছে, যাবতীয় তথ্য রইল এই প্রতিবেদনে।
দেশের দ্বিতীয় বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক অ্যাক্সিস ব্যাঙ্ক। এই ব্যাঙ্কে সম্প্রতি সুদের হার সংশোধিত হয়েছে ফিক্সড ডিপোজিটে। ১ লা মে থেকেই কার্যকর হয়েছে নতুন সুদের হার। ২ কোটি থেকে ৫ কোটি টাকায় ৩০ দিন থেকে ১০ বছর পর্যন্ত ফিক্সড ডিপোজিট অফার করা হচ্ছে ব্যাঙ্কের তরফে। সাধারণ এবং প্রবীণ নাগরিকরা সমান হারে সুদ পেয়ে থাকেন এই এফ ডিতে।
এই ফিক্সড ডিপোজিটে টাকা বিনিয়োগ করলে মেয়াদ পূরণ হওয়ার আগে টাকা তুলতে পারবেন না গ্রাহক। ২ কোটি টাকার কম ফিক্সড ডিপোজিটে ৩০ থেকে ৪৫ দিনে ৫.৫০ শতাংশ হারে সুদ দিচ্ছে অ্যাক্সিস ব্যাঙ্ক। ৪৬ থেকে ৬০ দিনে সুদের হার ৫.৭৫ শতাংশ। ৬১ দিন থেকে ৩ মাসের কমে সুদের হার দাঁড়াচ্ছে ৬ শতাংশ। ৪ মাস থেকে ৫ মাসের কমে সুদের হার ৬.৭৫ শতাংশ। একই ভাবে ৫-৬ মাসের কমেও সুদের হার থাকছে ৬.৭৫ শতাংশ। ৬ থেকে ৭ মাসের কমে সুদের হার হচ্ছে ৭ শতাংশ। ৭ থেকে ৮ মাসের কমে আর ৮ থেকে ৯ মাসের কমে সুদের হার হচ্ছে ৭ শতাংশ। ৯ থেকে ১০ মাসের কমে সুদের হার ৭.২৫ শতাংশ।
১০-১১ মাসের কমে সুদের হার ৭.২৫ শতাংশ। ১১-১১ মাস ২৫ দিনের কমে ৭.২৫ শতাংশ এবং ১১ মাস ২৫ দিন থেকে ১ বছরের কমে সুদের হার ৭.২৫ শতাংশ। ১ বছর থেকে ১ বছরের কম ৪ দিন, ১ বছরের কম ১১ দিন, ১ বছরের কম ২৪ দিন, ১৩ মাসের কম এবং ১৩ মাস থেকে ১৪ মাসের কমে সুদের হার ৭.৫৫ শতাংশ। ১৪ মাস-১৫ মাসের কমে সাধারণ নাগরিকদের জন্য সুদের হার ৬.৭০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৭.২০ শতাংশ। ১৫ মাস-১৬ মাসের কমে ৭.৫০ শতাংশ, ১৬- ১৭ মাসের কমে ৭.৪৫ শতাংশ, ২ বছর থেকে ৩০ মাসের কমে ৭.২০ শতাংশ, ৫ বছর থেকে ১০ বছরের কমেও সুদের হার থাকছে ৭.২০ শতাংশ।