Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আয়েশা টাকিয়ার এই চেহারা দেখে ভক্তরা হতবাক, এখন তার চেহারা অনেকটাই বদলে গেছে (PHOTOS)

Updated :  Wednesday, April 12, 2023 9:42 AM

আয়েশা টাকিয়া বলিউডের অন্যতম বড়পর্দার পরিচিত অভিনেত্রী। একাধিক প্রথম সারির তারকাদের সাথে অভিনয় করলেও অভিনেত্রী হিসেবে নিজের প্রভাব সেভাবে রাখতে পারেননি ইন্ডাস্ট্রিতে। ২০০৪-এ ‘টারজান: দ্যা ওয়ান্ডার কার’এর সূত্র ধরেই অভিনয় দুনিয়ায় পা রেখেছিলেন অভিনেত্রী। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেছিলেন বাৎসাল শেঠ। ছবিটি বক্সঅফিসে কিংবা দর্শকদের মাঝে সেভাবে প্রভাব বিস্তার করতে পারেনি সেইসময়। তবে দর্শকদের একাংশের নজর টেনেছিলেন এই অভিনেত্রী। এমনকি সেই ছবির জন্য বেস্ট ডেবিউট ফিল্ম ফেয়ার আওয়ার্ডও পেয়েছিলেন আয়েশা। তবে পরবর্তীকালে বড়পর্দা থেকে বেশ খানিকটা দূরেই চলে গিয়েছেন তিনি। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার পাতায় তার বেশ কিছু বর্তমান ঝলক ভাইরাল হয়েছে, যার সূত্র ধরে এই মুহূর্তে চর্চিত অভিনেত্রী।

ইন্ডাস্ট্রিতে ডেবিউর পর একাধিক হিট ছবিতে অভিনয় করেছিলেন অভিনেত্রী। সেগুলির মধ্যে উল্লেখযোগ্য, ‘সুপার’, ‘দিল মাঙ্গে মোর’, ‘সানডে’, ‘পাঠশালা’, ‘সোচা না থা’, ‘সালাম-ই-ইশক’, ‘ডার’, ‘নো স্মোকিং’, ‘শাদি সে পেহেলে’, ‘শাদি নম্বর ওয়ান’, ‘ইউ হোতা তো কেয়া হতা’, ‘দে তালি’র মতো একাধিক ছবিতে অভিনয় করেছিলেন তিনি। খুব সম্ভবত মোট ৩৭টি ছবিতে মুখ্য চরিত্রে অর্থাৎ নায়িকার ভূমিকায় দেখা মিলেছিল তার। তবে ২০০৯-তে বলিউডের ভাইজানের বিপরীতে ‘ওয়ান্টেড’ ছবিতে অভিনয় করে দর্শকমহলের বেজায় দৃষ্টি আকর্ষণ করেছিলেন অভিনেত্রী। এই ছবি তার কেরিয়ারের জন্য টার্নিং পয়েন্ট ছিল। তবে ২০১১-তে ‘মদ’ ছবিতে অভিনয় করার পর আর সেভাবে বড়পর্দায় দেখা মেলেনি আয়েশার।

আয়েশা টাকিয়ার এই চেহারা দেখে ভক্তরা হতবাক, এখন তার চেহারা অনেকটাই বদলে গেছে (PHOTOS)

পরবর্তীকালে আয়েশা নিজের প্রেমিক ফারহান আজমির সাথেই নিজের বিবাহপর্ব সম্পন্ন করেছিলেন। তিনি সমাজবাদী পার্টির নেতা আবু আজমির ছেলে। এই মুহূর্তে ফারহান ও আয়েশার একটি পুত্রসন্তানও রয়েছে। আর সেই ঝলক সোশ্যাল মিডিয়ার পাতাতে চোখ রাখলেই মিলবে। বলাই বাহুল্য, বর্তমান সময় দাঁড়িয়ে পুরোপুরি সংসারে মনোযোগী হয়েছেন অভিনেত্রী। ছেলে ও স্বামীকে নিয়েই ব্যস্ত তিনি। তবে ভবিষ্যতে তাকে আবারো বড়পর্দায় দেখা যাবে কিনা! সেই প্রসঙ্গে কোন তথ্য মেলেনি।

তবে অভিনেত্রীর সাম্প্রতিক ঝলক সোশ্যাল মিডিয়ার পাতায় ভাইরাল হওয়ার পর থেকেই তাকে চিনতে একাংশকে বেশ বেগ পেতে হয়েছে। অভিনেত্রীর চেহারায় আগের থেকে অনেকটাই পরিবর্তন এসেছে। আর আপাতত সেই পরিবর্তনের জন্যই একাংশের মাঝে ট্রোল পর্যন্ত হয়েছেন তিনি। বর্তমান সময়ে দাঁড়িয়ে মিডিয়াতেও সেভাবে চর্চায় থাকতে দেখা যায় না আয়েশাকে। তবে দীর্ঘসময় পর নিজের সম্প্রতিক ঝলকের সূত্র ধরেই একাংশের মাঝে চর্চিত তিনি।