Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Sourav Ganguly Biopic: সৌরভ গঙ্গোপাধ্যায়ের ‘বায়োপিক’-এ রণবীর নয়, অভিনয় করছেন এই অভিনেতা

Updated :  Saturday, January 13, 2024 4:52 PM

গত দুই বছর ধরে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)-র বায়োপিক নিয়ে একের পর এক আলোচনা হয়েই চলেছে। প্রথমে শোনা গিয়েছিল, ‘প্রিন্স অফ ক্যালকাটা’ হয়তো নিজেই বায়োপিকে অভিনয় করবেন। এরপর বাংলার কয়েকজন অভিনেতার নাম সামনে এলেও পরবর্তী কালে বিভিন্ন কারণে তাঁদের উপযুক্ত মনে হয়নি নির্মাতাদের। 2021 সালে শোনা গিয়েছিল রণবীর কাপুর (Ranbir Kapoor) অভিনয় করতে পারেন সৌরভের চরিত্রে। কিন্তু একসময় রণবীরকে বলতে শোনা যায়, দাদার উচিত নিজের চরিত্রে অভিনয় করা। এরপরেই সৌরভের অনুরাগীদের একাংশের কাছে স্পষ্ট হয়ে যায়, এই চরিত্রে অভিনয় করবেন না পর্দার রণবিজয়।

কিন্তু এবার সব জল্পনার অবসান ঘটিয়ে সামনে আসছে আয়ুষ্মান খুরানা (Ayushman Khurrana)-র নাম। শোনা যাচ্ছে, সৌরভের চরিত্রে অভিনয় করতে চলেছেন আয়ুষ্মান। হয়ে গিয়েছে চূড়ান্ত কথাবার্তাও। সৌরভের বায়োপিকের নাম এখনও জানা যায়নি। তবে বায়োপিকটি পরিচালনা করছেন বিক্রমাদিত্য মোতওয়ানে (Vikramaditya Motwane)। এর আগে ‘লুটেরা’, ‘উড়ান’ সহ বেশ কয়েকটি বিভিন্ন ঘরানার ফিল্ম পরিচালনা করেছেন বিক্রমাদিত্য। এই ফিল্মটি প্রযোজনা করতে চলেছেন লভ রঞ্জন (Luv Ranjan) ও অঙ্কুর গর্গ (Ankur Garg)।

সবকিছু ঠিকঠাক থাকলে 2024 সালের শেষের দিকে শুরু হতে চলেছে সৌরভের বায়োপিকের শুটিং। বিক্রমাদিত্য ও আয়ুষ্মান, দুইজনের কাছেই নিঃসন্দেহে এই ফিল্ম হতে চলেছে মাইলফলক। সৌরভের চরিত্রে অভিনয়ের জন্য আয়ুষ্মানকে বিশেষ প্রস্তুতি নিতে হচ্ছে। সৌরভ ছিলেন বাঁ হাতি ব্যাটসম্যান। আয়ুষ্মানকে অভ্যাস করতে হচ্ছে এই টেকনিক। গত বছর থেকেই সৌরভের চরিত্রে আয়ুষ্মানের নাম সামনে আসছিল। কিন্তু তখনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি বলে জানা গিয়েছিল। তবে বর্তমানে চূড়ান্ত সিদ্ধান্ত হলেও নির্মাতাদের তরফে কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

 

View this post on Instagram

 

A post shared by Netflix India (@netflix_in)

অপরদিকে গত বছর নির্মাতাদের সাথে এই ফিল্ম নিয়ে বিক্রমাদিত্যর দ্বন্দ্ব শুরু হয়েছিল। ফলে তাঁকে সরিয়ে ঐশ্বর্য রজনীকান্ত (Aishwarya Rajnikant)-কে বায়োপিক পরিচালনার দায়িত্ব দেওয়ার কথা চিন্তা করেছিলেন নির্মাতারা। কিন্তু পরে তা সঠিক না হওয়ার কারণে ফিরিয়ে আনা হয় বিক্রমাদিত্যকেই।