গত শনিবার মাঝরাতে রাজ্যের সাগরদ্বীপ, বকখালির ওপর আছড়ে পড়ে বুলবুল। ঝড়ের গতিবেগ ছিল প্রায় ১২০ কিমি। এই ঝড়ের ফলে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, যা নিয়ে চিন্তিত দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারই নির্দেশে আজ কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাচ্ছেন।
ঘূর্ণিঝড়ের পর থেকে ক্ষতিগ্রস্ত এলাকায় চলছে উদ্ধারকার্য এবং ত্রান সরবরাহ। গত সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আকাশপথে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করেছেন। এবার কেন্দ্রের তরফ ওই এলাকাগুলি আরও একবার খতিয়ে দেখবে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। কাল বুধবার, দুপুর ২ টায় কলকাতা বিমানবন্দর থেকে রওনা দেবেন তিনি। সেখানে নিয়ে দূর্গত মানুষদের সাথে কথা বলবেন তিনি। তাদের সমস্ত সুবিধা অসুবিধার দিকে নজর দিবেন তিনি।
বাবুল সুপ্রিয় জানিয়েছেন, এটি কোনো রাজনৈতিক সফর নয়। এটি সরকারি সফর। ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের নিয়ে চিন্তিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেকারনেই দূর্গত মানুষদের কেন্দ্রীয় সাহায্যের জন্যই কাল বাবুল সুপ্রিয় যাবেন ওই এলাকাগুলিতে।
শনিবার রাতে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে ফোনে কথা বলেন। কেন্দ্রের তরফ থেকে সমস্তরকম সাহায্যের আশ্বাস দেন তিনি।