প্রেমিক ৯ বছরের ছোট, ঘনিষ্ঠতা দেখে রেগে আগুন হয়েছিল বচ্চন পরিবার

'কেচ্ছা' শব্দটা শুনলে ভ্রু সকলেরই কুঁচকয়। কিন্তু অপরের কেচ্ছা শুনতে অনেকেই পছন্দ করেন। বিশেষ করে বলিউডের কেচ্ছা হলে তো কোন গল্পই নেই। সিনেমা ছেড়ে অনেকে কেচ্ছা শুনতে বসে যান। আজ…

Avatar

‘কেচ্ছা’ শব্দটা শুনলে ভ্রু সকলেরই কুঁচকয়। কিন্তু অপরের কেচ্ছা শুনতে অনেকেই পছন্দ করেন। বিশেষ করে বলিউডের কেচ্ছা হলে তো কোন গল্পই নেই। সিনেমা ছেড়ে অনেকে কেচ্ছা শুনতে বসে যান। আজ কথা হবে বলিউডের বচ্চন বহু ঐশ্বর্য আর ৯ বছরের ছোট প্রেমিকের ঘনিষ্ঠ রসায়ন নিয়ে।

 

‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ (Ae Dil Hai Mushkil) ছবিতে প্রথমবার অভিনয় করতে দেখা গিয়েছিল ঐশ্বর্য রাই বচ্চন ও রণবীর কাপুরকে। যেখানে রণবীরের কাপুরের সঙ্গে অন্তরঙ্গ ঘনিষ্ঠ মুহূর্তে নজর কেড়েছিলেন বচ্চন বহু।

প্রেমিক ৯ বছরের ছোট, ঘনিষ্ঠতা দেখে রেগে আগুন হয়েছিল বচ্চন পরিবার

মা হওয়ার পরেও ঐশ্বর্যের এমন হট অবতারে মুগ্ধ হয়েছিলেন নেটিজেনরা।

প্রেমিক ৯ বছরের ছোট, ঘনিষ্ঠতা দেখে রেগে আগুন হয়েছিল বচ্চন পরিবার

রণবীরের কাপুরের সঙ্গে বোল্ড অবতারে ফটোশ্যুট করিয়েছিলেন অভিনেত্রী। কখনো একই পালঙ্কে বসে আবার কখনো একই চেয়ারে হট পোজে বসে দর্শকদের মনে উষ্ণতার পারদ চড়িয়েছিলেন ঐশ্বর্য।

প্রেমিক ৯ বছরের ছোট, ঘনিষ্ঠতা দেখে রেগে আগুন হয়েছিল বচ্চন পরিবার

সবই ঠিক আছে, কিন্তু বচ্চন পরিবার ঐশ্বর্যের এমন দৃশ্য মেনে নিতে পারেনি। এর জন্য শাশুড়ি মায়ের সঙ্গে কলহে জড়িয়েছিলেন বচ্চন বহু, এমনকি স্বামীর সঙ্গে দুরত্ব বেড়েছিল বলে সূত্রের খবর।

প্রেমিক ৯ বছরের ছোট, ঘনিষ্ঠতা দেখে রেগে আগুন হয়েছিল বচ্চন পরিবার