পুজোর আগেই খারাপ খবর, আবারও বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম, জানুন কতটা দাম বাড়ল গ্যাসের

আজ থেকে অক্টোবর মাস শুরু হয়ে গিয়েছে এবং এই মাসটা শুরু হলেই একটা উৎসবের আমেজ শুরু হয়ে যায়। নবরাত্রি থেকে শুরু করে দিওয়ালি এবং তারপর ছট পুজো সবকিছুই শুরু হয়…

Avatar

আজ থেকে অক্টোবর মাস শুরু হয়ে গিয়েছে এবং এই মাসটা শুরু হলেই একটা উৎসবের আমেজ শুরু হয়ে যায়। নবরাত্রি থেকে শুরু করে দিওয়ালি এবং তারপর ছট পুজো সবকিছুই শুরু হয় এই মাস থেকে। কিন্তু তার মধ্যে আবার বৃদ্ধি পেয়েছে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম। ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম না বাড়লেও, বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি করা হয়েছে বেশ কিছুটা। সম্প্রতি প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ২০৯ টাকা বেড়েছে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম। ১ অক্টোবর ২০২৩ রবিবার থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে বলে জানা যাচ্ছে।

পুজোর মরশুমে গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি হওয়ার ফলে বেশ কিছুটা সমস্যায় পড়েছেন খাবার দোকানের বিক্রেতারা। এখন দিল্লিতে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার অর্থাৎ ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের খুচরো দাম হয়েছে ১৭৩১ টাকা ৫০ পয়সা। যদিও আনুষ্ঠানিকভাবে এখনো পর্যন্ত এই খবর জানানো হয়নি কেন্দ্র সরকারের তরফ থেকে। তবে এনআই এবং একাধিক সূত্রে এই পরিবর্তনের কথা জানা গেছে। ধরে নেওয়া যেতে পারে আর কিছুদিনের মধ্যেই এই নতুন দাম জারি করা হবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে।

অন্যান্য মেট্রো শহরগুলির মধ্যে যদি আমরা কলকাতার কথা বলি তাহলে এলপিজি সিলিন্ডারের বর্তমান দামে ২০৩ টাকা ৫০ পয়সা বৃদ্ধি দেখা গিয়েছে। এখন বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার এখানে ১ হাজার ৬৩৬ টাকার পরিবর্তে ১ হাজার ৮৩৯ টাকা ৫০ পয়সায় বিক্রি হচ্ছে। মুম্বাইতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম এই মুহূর্তে ১৪৮২ টাকা থেকে বেড়ে হয়েছে ১৬৮৪ টাকা। চেন্নাইতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ২০৩ টাকা বৃদ্ধি পেয়ে হয়েছে ১৮৯৮ টাকা।