মন্দ দশা কাটছেই না বিএসএনএল কর্মীদের। দীর্ঘ ৮ মাস ধরে বেতন বন্ধ বিএসএনএলে কর্মরত ঠিকাকর্মীদের। তারই মাঝে কাজ করছে ছাঁটাইয়ের ভ্রুকুটি। স্থায়ী কর্মীদের স্বেচ্ছাবসরের প্যাকেজ ঘোষণা করলেও, ঠিকা কর্মীদের জন্য রয়েছে একরাশ উদ্বেগ। সূত্রের খবর, সংস্থার খরচ কমাতে অস্থায়ী কর্মীদের উপর কোপ পড়তে পারে। ছেঁটে ফেলা হতে পারে ঠিকাকর্মীদের।
দীর্ঘ ৮ মাস ধরে না পাওয়া ঠিকা কর্মীরা জানেনও না কবে মিলবে তাদের বকেয়া বেতন। উল্টে নয়া আতঙ্ক চেপে বসেছে তাদের ঘাড়ে। যেকোন দিন ছাঁটাই হওয়ার আশঙ্কায় দেওয়ালে পিঠ ঠেকেছে তাদের। অনিয়মিত বেতন পাচ্ছেন স্থায়ী কর্মীরাও। নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থায়ী জানিয়েছেন, সংসার চালাতে পিএফে হাত দিতে হচ্ছে। এভাবে আর কতদিন চলবে জানি না।
সম্প্রতি মোদী সরকার ঘোষণা করেছে, বিএসএনএল-কে ঘুরে দাঁড়াতে সব রকম সাহায্য করবে কেন্দ্র। তবে তারপরও মন থেকে আশঙ্কা দূর হচ্ছে না বিএসএনএল-এর স্থায়ী-অস্থায়ী কোন কর্মীরই।