সম্প্রতি প্রকাশিত হয়েছে রাষ্ট্রসংঘের একটি রিপোর্ট। যেখানে বলা হয়েছে, বিশ্বের অন্তত ৪৫টি শহর রয়েছে উষ্ণায়নের প্রভাবে জলের তলায় চলে যেতে পারে। সমুদ্র সংলগ্ন অঞ্চলে অবস্থান করায় বরফ গলার কারণে জলোচ্ছ্বাসে ভেসে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদের।
আর রাষ্ট্রসংঘের রিপোর্টে উল্লেখিত সেই ৪৫টি শহরের মধ্যে রয়েছে ভারতের চারটি বড় শহর- কলকাতা, মুম্বই, সুরাত ও চেন্নাই। রিপোর্টে আরও বলা হয়েছে হিমালয়ের বরফ দ্রুত হারে গলার কারণেই বিপদসীমায় রয়েছে এই শহরগুলি।
গত বুধবার ‘ওশিয়ানস এন্ড ক্রায়োস্ফিয়ার’ নামে এক রিপোর্ট প্রকাশ করে রাষ্ট্রসংঘ এই উদ্বেগের কথা জানায়। এর আগে সমুদ্রের জল এভাবে বাড়তে দেখা যায়নি বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা। রিপোর্টে আরও জানানো হয়েছে যে, যদি সমুদ্রের জলস্তর ৫০ সেন্টিমিটারও বাড়ে, তাহলেই এই ৪৫টি শহর সমুদ্রের তলায় চলে যাবে।
আগে ১০০ বছরে একবার সমুদ্রের জলস্তর বাড়তে দেখা যেত। কিন্তু বর্তমানে প্রত্যেক বছর একটু একটু করে জলস্তর বাড়তে দেখা যাচ্ছে। এভাবে চলতে থাকলে সামুদ্রিক প্রাণীদের মৃত্যু এবং ধ্বংসাত্মক সাইক্লোনের পরিমাণ বাড়বে বলে আশঙ্কা করা হয়েছে এই রিপোর্টে।