Google Pay ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ! টাকা লেনদেনে এবার দিতে হবে অতিরিক্ত চার্জ

**গুগল পে ব্যবহারকারীদের জন্য নতুন ধাক্কা! বিল পেমেন্টে লাগবে অতিরিক্ত চার্জ জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আপনি কি গুগল পে ব্যবহার করেন? তাহলে জেনে রাখুন, গুগল পে এখন গ্রাহকদের কাছ…

Avatar

**গুগল পে ব্যবহারকারীদের জন্য নতুন ধাক্কা! বিল পেমেন্টে লাগবে অতিরিক্ত চার্জ

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আপনি কি গুগল পে ব্যবহার করেন? তাহলে জেনে রাখুন, গুগল পে এখন গ্রাহকদের কাছ থেকে কনভেনিয়েন্স ফি নেওয়া শুরু করেছে।

যদি আপনি গুগল পে দিয়ে বাড়ির বিদ্যুৎ বিল মেটান, তাহলে আগে যেটা ফ্রি ছিল, এখন আপনাকে অতিরিক্ত টাকা গুনতে হবে। অন্যান্য পেমেন্ট অ্যাপের মতো গুগল পে-ও বিল পেমেন্টের ক্ষেত্রে চার্জ ধার্য করেছে।

যদি ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে বিল পরিশোধ করেন, তাহলে আপনাকে ০.৫% থেকে ১% পর্যন্ত অতিরিক্ত চার্জ দিতে হবে। এর পাশাপাশি জিএসটিও প্রযোজ্য হবে।

এছাড়া, মোবাইল ফোন রিচার্জের ক্ষেত্রেও গুগল পে ৩ টাকা পর্যন্ত অতিরিক্ত চার্জ নিচ্ছে। তবে আপাতত, গুগল পে-র মাধ্যমে UPI লেনদেন সম্পূর্ণ বিনামূল্যে রয়েছে।

যদিও, ভবিষ্যতে UPI লেনদেনের উপরেও চার্জ বসানোর দাবি উঠেছে, তবে সরকার এখনো এটিকে বিনামূল্যে রেখেছে।