রাজ্যবাসীর কাছে খারাপ খবর!

বর্তমান সময়ে জঙ্গি হামলার আশঙ্কা দেশে প্রতিনিয়ত ভীতির সঞ্চার করছে।এছাড়া উৎসবের মরসুমগুলিতে জঙ্গি হামলার আশঙ্কা প্রকট হয়ে উঠে। সামনেই আসছে বাঙালির বড় উৎসব দুর্গাপুজো। আর তারই ঠিক আগে এক হুমকি…

Avatar

বর্তমান সময়ে জঙ্গি হামলার আশঙ্কা দেশে প্রতিনিয়ত ভীতির সঞ্চার করছে।এছাড়া উৎসবের মরসুমগুলিতে জঙ্গি হামলার আশঙ্কা প্রকট হয়ে উঠে। সামনেই আসছে বাঙালির বড় উৎসব দুর্গাপুজো। আর তারই ঠিক আগে এক হুমকি দেওয়া চিঠি নাড়িয়ে তুলল সারা বাংলাকে।

রোহতকের স্টেশন ম্যানেজারকে জইশ জঙ্গিদের নাম করে হুমকি চিঠিটি পাঠানো হয়েছে। দেশের ১১ টি স্টেশনে হামলা চালানোর হুমকি দেওয়া হয়েছে। কলকাতা, বর্ধমান, আসানসোলে হামলা করা হবে বলে হুমকি দেন জইশ। এছাড়াও চিঠিটিতে একই সঙ্গে মন্দিরগুলিতে বিস্ফোরণের হুমকি রয়েছে।