নারকেলডাঙার ছাগলপট্টিতে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই ৫০টি ঝুপড়ি
কলকাতা: নারকেলডাঙার বস্তিতে ভয়াবহ আগুন। যদিও এখনও পর্যন্ত কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে নারকেলডাঙার ছাগলপট্টির বস্তির ৫০টি ঝুপড়ি পুড়ে ছাই। সোমবার ভোরের দিকে এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে।
স্থানীয় সূত্রে খবর, ভোর সাড়ে পাঁচটা নাগাদ হঠাৎ বস্তির মধ্যে আগুন লেগে যায়। মুহূর্তে দাবানলের মত সেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকলের সাতটি ইঞ্জিন। দমকলকর্মীদের সঙ্গে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে লাগায়। পরে ঘটনাস্থলে পৌঁছান দমকলমন্ত্রী সুজিত বসু। সমস্ত ঘটনা তিনি নিজে পরিদর্শন করেন।
এক স্থানীয় বাসিন্দা এই অগ্নিকাণ্ড সম্পর্কে জানিয়েছেন, তার বোনের মেয়ের বিয়ের গয়না, দুশো কেজি চাল এবং অসংখ্য জামাকাপড় পুড়ে এই আগুনে ছাই হয়ে গিয়েছে। একে চারিদিকে করোনা পরিস্থিতি। তার ওপর এই ভয়াবহ অগ্নিকাণ্ড রাতের ঘুম কেড়ে নিয়েছে ছাগলপট্টি বস্তিবাসীদের। কী হবে এখন তাদের ঠিকানা? করোনা আবহের মধ্যে তারা যাবেই বা কোথায়? এই সকল দুশ্চিন্তা রীতিমতো তাদের তাড়া করে বেড়াচ্ছে। যদিও কি থেকে এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে তা তা এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছু জানা যায়নি। তবে অগ্নিকাণ্ডের সময় একটি ট্রান্সফর্মার ফেটে গিয়েছিল বলে জানা গিয়েছে।