বলিউডবিনোদন

অস্বাভাবিকভাবে ওজন বেড়েছে বাহুবলীর দেবসেনা অনুষ্কা শেঠির, এমন চেহারা হয়েছে (PHOTO)

বলিউডের অভিনেত্রীদের অনেক দিক থেকেই টেক্কা দিতে পারেন অনুষ্কা

Advertisement

বলিউডের চেয়েও আজকাল দক্ষিণ ভারতের অভিনেত্রীদের সৌন্দর্যের প্রশংসা চলছে গত কয়েক বছর যাবৎ। আজকের বলিউড অভিনেত্রীরা তাদের সৌন্দর্য প্রদর্শন করলেও, দক্ষিণ ভারতীয় অভিনেত্রীরা নিজেদের সংস্কৃতিকে সবসময়ই সামনে রেখে এসেছে। অনুষ্কা শেঠি হলেন দক্ষিণ ভারতের সবচেয়ে সুন্দরী অভিনেত্রীদের মধ্যে একজন এবং দর্শকরা তাকে খুব পছন্দ করে এবং বাহুবলী ছবিতে তিনি যেভাবে দেবসেনার চরিত্রে অভিনয় করেছিলেন তা এখনও হয়তো মানুষের মনে রয়ে গেছে। যদিও এই ছবির পর আর কোনো ছবিতে দেখা যায়নি এই সুন্দরী অভিনেত্রীকে। অনেকেই এই সিদ্ধান্তের কারণ জানেনা, তবে আজকাল সোশ্যাল মিডিয়ায় তার সাম্প্রতিক ছবি প্রকাশ্যে আসতে শুরু করেছে। এই ছবি সামনে আসার পরেই জানা গিয়েছে তার সিনেমার জগৎ থেকে বিরতি নেওয়ার কারণ হলো তার বেড়ে যাওয়া ওজন। কিন্তু অনেকেই হয়তো জানেন না, কেনো অনুষ্কা শেঠির ওজন এত তাড়াতাড়ি বেড়ে গেলো। চলুন সে কারণটাই জেনে নেওয়া যাক।

ওজন বেড়েছে অনুষ্কা শেঠির

বাহুবলী ছবিতে দেবসেনা হয়ে মানুষের মন জয় করা অনুষ্কা শেঠি আজকাল তার নতুন লুকের কারণে নতুন করে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়ে উঠেছেন। অনুষ্কা শেঠির সাম্প্রতিক ছবি যারা দেখছেন তারা হয়তো প্রথম দেখাতেই তাকে চিনতে পারবেন না। এই ছবিতে আমরা দেখছি অনুষ্কা শেঠির ওজন অনেকটাই বেড়ে গেছে আগের থেকে। বাহুবলী ছবির পর থেকে অনুষ্কা শেঠিকে কোনও ছবিতে দেখা যায়নি। অভিনেত্রী হিসেবে এই ওজন খুব একটা স্বাভাবিক নয়। কিন্তু কেনো হঠাৎ এরকম ওজন বাড়লো অভিনেত্রীর? কোনো বিশেষ কারণবশত কি এরকম ওজন বেড়েছে তার?

ওজন বৃদ্ধির আসল কারণটা কি?

সম্প্রতি দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী অনুষ্কা শেঠিকে যারাই দেখেছেন, তারাই করেছেন যে, এই অভিনেত্রী নিশ্চয়ই কোনো গুরুতর অসুস্থতায় ভুগছেন যার কারণে তার ওজন এত বেড়েছে। এক সময় অনুষ্কা দক্ষিণ ভারতের অন্যতম সুন্দরী অভিনেত্রী ছিলেন। তবে অনুষ্কা শেট্টির এই ওজন তার কোনও অসুস্থতার কারণে বাড়েনি। তবে, তার এই ওজন বৃদ্ধির পিছনে রয়েছে তার একটি নতুন সিনেমা। এখন অনুষ্কা তার আসন্ন ছবির প্রস্তুতিতে ব্যস্ত এবং সেই ছবিতে তাকে একজন মোটা মহিলার চরিত্রে অভিনয় করতে হবে। এই কারণেই অভিনেত্রী এখন তার ওজন বৃদ্ধি করছেন।

Related Articles

Back to top button