গত ১৪ আগস্ট দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন কলকাতার প্রাক্তন মেয়র তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় এবং তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। কিন্তু মাত্র ২ সপ্তাহের মধ্যেই বিজেপি নিয়ে বিতৃষ্ণা জন্মে গেছে তাঁদের। বিজেপিতে যোগ দেওয়ার ১৭ দিনের মাথায় দল ছাড়ার ইচ্ছাপ্রকাশ করেছেন তারা। বিজেপিতে অসম্মান বোধ করছেন শোভন ও তাঁর বান্ধবী।
বৈশাখী বন্দ্যোপাধ্যায় মিল্লি আল আমিন কলেজের শিক্ষিকা। এবার তার অভিযোগ, তাঁর বিরুদ্ধে কুরুচিকর মিম ছড়ানো হচ্ছে। তিনি তৃণমূলের কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ‘ওয়েবকুপা’র এক সদস্যের বিরুদ্ধে লালবাজারের সাইবার সেলে অভিযোগ দায়ের করলেন। ‘পলিটিকাস’ নামে হোয়াটসঅ্যাপে একটি গ্রুপে এই মিম ছড়ানো হয়েছে বলে বৈশাখীর নজরে এসেছে। তিনি এই ব্যাপারে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছেও উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তার অভিযোগ, ‘ওই মিমগুলিতে তার সম্মানহানি, চরিত্রহনন ও যৌনহেনস্থা করা হয়েছে’।