টেক বার্তা

ব্যাপক সস্তায় পাওয়া যাচ্ছে সেকেন্ড হ্যান্ড Bajaj Platina 110, ৭০ Kmpl মাইলেজসহ পাবেন এইসমস্ত ফিচার

রোজকার ব্যবহারের জন্য Bajaj Platina বাইকের জনপ্রিয়তা ব্যাপক

Advertisement

বর্তমানে ভারতীয় বাজারে বিভিন্ন ধরনের কোম্পানি বিভিন্ন ক্যাটাগরির বাইক এনে দিয়েছে। বাইক কিনতে যাওয়ার আগে তাই অনেকেই দ্বন্দ্বে পড়েন কোন বাইক কিনবেন বা কোন বাইক বেশি ভালো হবে। আর আজকালকার দিনে একাধিক কোম্পানি মধ্যবিত্তদের কথা মাথায় রেখে বিভিন্ন বাজেট মূল্যের বাইক ভারতীয় বাজারে লঞ্চ করছে। এই বাজেট মূল্যের বাইকের তালিকায় সবচেয়ে বেশি জনপ্রিয়তা পায় বাজাজ কোম্পানিটি। এই কোম্পানিগুলির কম মূল্যের বাইকেও অসাধারণ সমস্ত ফিচার এবং ব্যাপক মাইলেজ পাওয়া যায়। একসময় বাজাজ প্ল্যাটিনা বাইকের জনপ্রিয়তা মন জয় করে নিয়েছিল সমস্ত স্তরের মানুষের।

কম দাম এবং ব্যাপক মাইলেজ এই কম্বিনেশন থাকলেই বুঝে নিতে হবে এই Bajaj Platina এর কথা বলা হচ্ছে। রোজকার ব্যবহারের জন্য এই বাইকের জনপ্রিয়তা ব্যাপক। তবে আপনার কাছে যদি এখন এই বাইক কেনার বাজেট না থাকে তাহলে আপনাদের জানিয়ে রাখি মাত্র ২৫ হাজার টাকা খরচ করে আপনি এই বাইক বাড়ি আনতে পারেন। ভাবছেন এও কি করে সম্ভব! ২৫ হাজার টাকায় আবার বাইক পাওয়া যায় নাকি? আপনাদের জানিয়ে রাখি আপনার যদি এখন নতুন বাইক কেনার বাজেট না থাকে তাহলে আপনি সেকেন্ড হ্যান্ড ওয়েবসাইট থেকে ভালো কন্ডিশনের এই বাজাজ প্লাটিনা কিনতে পারেন। অনলাইনে ওয়েবসাইটে উপলব্ধ বেশ একটি বেস্ট ডিল সমন্ধে আপনাদের এখানে জানানো হলো।

Droom ওয়েবসাইটে ২০১৪ মডেলের একটি Bajaj Platina বাইক কেনার জন্য নথিভুক্ত আছে। এই বাইকের কন্ডিশন বেশ ভালো। একটু সার্ভিস করে নিলে আপনি এই বাইক অনেক বছর ব্যবহার করতে পারবেন। বাইকটি আপনি মাত্র ২৫,০০০ টাকায় পেয়ে যাবেন। এছাড়া Quikr এ ২০১৮ মডেলের একটি Platina আছে। আপনি সাইট ভিজিট করে এই বাইক দেখে নিতে পারবেন। বাইকটি মাত্র ৩৭,০০০ টাকায় আপনি কিনতে পারবেন। আর ২০১৭ মডেলের একটি Platina বাইক Olx এ আছে, যেই বাইকটি আপনি ৩৫,০০০ টাকায় কিনতে পারবেন।

এই বাইকে ১১৫.৪৫ সিসি ৪ স্ট্রোক সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন দেওয়া হয়েছে, যা ৮.৪bhp শক্তি এবং ৯.৮১NM পিক টর্ক জেনারেট করে। নতুন Bajaj Platine 110 ABS-এ, ইঞ্জিনের সাথে, আপনি ৫ স্পীড ম্যানুয়াল গিয়ারবক্সের সমর্থনও পাবেন। এছাড়া এই বাইকে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, সামনের দিকে অ্যান্টি ব্রেকিং সিস্টেম সহ ডিস্ক এবং পিছনে ড্রাম ব্রেক দেওয়া হয়েছে।

Related Articles

Back to top button