Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Balika Badhu:প্রেমের সম্পর্কের দু-বছর উদযাপন করতে, প্রেমিকের সঙ্গে ভূ-স্বর্গে পাড়ি দিলেন ‘বালিকা বধূ’র অভিকা

Updated :  Thursday, August 12, 2021 4:22 PM

অভিকা গোর এই নামটার থেকে সকল দর্শক আনন্দী বলে ডাকতে ভালোবাসেন। হ্যাঁ কালার্স টিভির জনপ্রিয় ধারাবাহিকে ‘বালিকা বধু’র সেই মিষ্টি মেয়েটি। একে সকলে ছোট্ট আনন্দী বলে বেশি ডাকতে পছন্দ করেন। বালিকা বধূর পর শ্বশুরাল সিমর কা ধারাবাহিকে অভিনয় করেও বেশ জনপ্রিয় হয়েছেন অভিকা। এরপর টিভি রিয়েলিটি শো ‘ঝলক দিখলা যা’-তে অংশগ্রহণ করেছেন। সঙ্গে অভিনয় করেছেন বেশ কিছু তেলেগু ছবিতে।

তবে ছোট আনন্দী আর ছোট নেই। এখন এই মেয়ে ২৩ বছরের বড় বালিকা। বয়সে যেমন বড় হয়েছে তেমনি এই অভিনেত্রীর জীবনে এসেছে বসন্তের ছোঁয়া। হ্যাঁ অভিনয়ের পাশাপাশি নিজের মনের মানুষের সাথে চুটিয়ে প্রেমে করছেন আনন্দী থুরি অভিকা গোর। বয়ফ্রেন্ডের নাম মিলিন্দ চাঁদওয়ানি। অভিনয় পেশার সাথে যুক্ত নন মিলিন্দ। তিনি একজন সমাজকর্মী। প্রথমে মিলিন্দ ইঞ্জিনিয়ারিং এর পড়াশোনা শেষ করে এমবিএ করেন। এরপরে একজন সামাজকর্মী হিসেবে একটি এনজিওতে কাজ শুরু করেন। সেই সূত্রেই আলাপ হয় অভিকার সঙ্গে।

অবশ্য মিলিন্দ এমটিভিতে রোডিজ রিয়্যাল হিরোস ২০১৯-এ অংশগ্রহণ করেছিলেন। আপাতত তিনি নিজের এনজিও নিয়ে বেশ ব্যস্ত আছেন। NGO চালাচ্ছেন মিলিন্দ। প্রেম, খুনসুটি দুটোই ভরপুর রযেছে দুজনের সম্পর্কে ।২০২০ সালে অভিকা নিজেই নিজের প্রেমের কথা প্রথম ফাঁস করেছিলেন। অভিনেত্রী এক সাক্ষাৎকারে জানিয়েছেন, হায়দরাবাদে মিলিন্দের সাথে প্রথম দেখা অভিনেত্রীর। আর প্রথম দেখাতে প্রেম না হলেও ভালোলাগা ছিল। তবে অভিকাই নিজের মনের কথা প্রথম জানিয়েছিলেন মিলিন্দকে। ঠিক যেমন তেলেগু সিনেমাতে নায়িকারা নায়ককে প্রপোজ করে। তেমনিই তিনি প্রথম নিজের ভালোবাসার কথা বলেছিলেন। আর মিলিন্দ ও হ্যাঁ বলেছিলেন।

দেখতে দেখতে এদের সম্পর্ক ২ বছরে পা দেয়। সম্পর্কের দু-বছর উদযাপন করতে সোশ্যাল মিডিয়ায় একে অপরে আগলে ছবি দিলেন৷ সম্পর্কের দুবছর সেলিব্রেশনে জম্মু কাশ্মীরে একান্তে ছুটি কাটাচ্ছেন অভিকা এবং মিলিন্দ। সোনমার্গ থেকে একটি আদুরে ছবি শেয়ার করে অভিকা লিখেছেন, ‘দু’বছর ধরে এই মানুষটাকে চিনি। আমার জীবন আনন্দ এবং ভালবাসায় পূর্ণ হয়েছে তোমার জন্য। নিজের উপর বিশ্বাস রাখতে শেখানোর জন্য মিলিন্দকে অনেক ধন্যবাদ। প্রতিদিন উন্নতি করতে আরও অনুপ্রাণিত করো। আমি আশীর্বাদপ্রাপ্ত-ধন্য। তোমার সঙ্গে প্রতিটি মুহূর্ত সেলিব্রেট করব, কথা দিলাম’। এই একই ছবি শেয়ার করেছেন মিলিন্দও। এরপর অনুরাগীরা ভালোবাসায় ভরিয়ে দিলেন। নিমেষে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে এই ছবি।