দেখুক গোটা ভারতবাসী, হিংসা রুখতে উত্তাল জনতার সাথে জাতীয় সঙ্গীত গাইলেন ব্যাঙ্গালোরের ডিসিপি

চারিদিকে তৈরি হয়েছে এক হিংসার আবহ। বিক্ষোভ, অবরোধ, বিপর্যস্ত পশ্চিমবঙ্গ, দিল্লি, ব্যাঙ্গালোর প্রভৃতি। ইতিহাসবিদ রামচন্দ্র গুহ কে ধরে বেঁধে তুলে নিয়ে যায় পুলিশ, এমন ঘটনাও দেখেছে ভারতবাসী।

তবে এই হিংসা কি রুখতে এক অভিনব পদক্ষেপ নিলেন চেতন সিং রাঠোর। মিছিলের মধ্যে গাইলেন জাতীয় সংগীত। এর মধ্যে দিয়ে তিনি দেশবাসীর উদ্দেশ্যে এক শান্তির বার্তা পৌঁছে দিতে চাইলেন।

আরও পড়ুন : ‘জঙ্গী সংগঠনগুলোর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিক পাকিস্তান’, কড়া বার্তা ভারত ও আমেরিকার

তার এই গানে সাড়া দিলেন হিন্দু মুসলমান সবাই। জাতি ধর্ম নির্বিশেষে সবাই তার গলায় গলা মেলালেন। সারা দেশবাসী দেখলো এক অদ্ভুত বৈচিত্রের মধ্যে ঐক্য সুর।

তবে চেতন সিংয়ের এমন পদক্ষেপে সকলেই খুব প্রশংসা করেছেন। ব্যাঙ্গালোর, দিল্লি, কেরল, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গে যখন হিংসা ও হানাহানি চলছে, এবং পুলিশ যখন প্রায় বিপর্যস্ত এগুলিকে সামলাতে, সেই মুহূর্তে এমন এক অভিনব ভাবনা সত্যিই প্রশংসার দাবি রাখে। এটি সোশ্যাল মিডিয়ায় দেওয়ার সাথে সাথে বেশ ভাইরাল হয়ে গেছে। আর হবে নাই বা কেন, এমন এক অভূতপূর্ব পদক্ষেপকে সকলেই একবাক্যে প্রশংসা করেছেন।