Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ছোট্ট শিশুকে ঘুম পাড়াতে বিদেশিনীর মুখে বাংলা গান, ভাইরাল হল ভিডিও

Updated :  Friday, May 15, 2020 1:39 PM

শ্রেয়া চ্যাটার্জি – ‘ঘুমপাড়ানি মাসি পিসি’ আমাদের প্রত্যেকেরই ছোটবেলাকার খুব পরিচিত একটি গান। মা, ঠাকুমার কাছে এমন গান গেয়ে ঘুমোতে যাননি এমন মানুষ খুব কম আছে। এবার সেই গান গেয়ে সোশ্যাল মিডিয়া কাঁপালেন কল্কি। সিনেমা জগতে তিনি বেশ পরিচিত মুখ। সদ্য মা হয়েছেন কল্কি।

মেয়েকে শোনাচ্ছেন ঘুমপাড়ানি মাসি পিসি। আর সেই শুনে ছোট্ট মেয়ে হাত, পা নাড়িয়ে খিলখিল করে হাসছে। কল্কি এই গানটি শিখেছেন, তার এক বন্ধুর থেকে। ইসরায়েলি পিয়ানো বাদক গে হার্শবাগের সঙ্গে অনেক দিনই তিনি লিভ -ইন সম্পর্কে ছিলেন। পরে সেই বয়ফ্রেন্ডের সন্তান বহন করছেন কল্কি, এমন কথা তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন। ওয়াটার বার্থ পদ্ধতিতে তিনি সন্তানের জন্ম দিতে চান এমনি তিনি জানিয়েছিলেন।

যে গান বাঙালি পরিবারের ঘরে ঘরে শুনতে অভ্যস্ত, সেই গান একজন বাঙালি না হয়ে কল্কি এত সুন্দর করে গেছেন সত্যি, তা না শুনলে বিশ্বাস হয় না। আর বাচ্চাটিও মায়ের গলায় এমন গান শুনে আনন্দে মাতোয়ারা হয়ে উঠেছে।