Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বাংলাদেশের কাছে ভারতের হার, রাহুলের নিশানায় মোদি সরকার

Updated :  Thursday, October 15, 2020 8:00 PM

নয়াদিল্লি: ইন্টার্নেশনাল মানিটারি ফান্ড বেশ খানিকটা বেকায়দায় ফেলে দিল মোদি সরকারকে। আইএমএফ সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করেছে। আর সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে জানা গিয়েছে, বাংলাদেশের অর্থনীতি বৃদ্ধি পেয়েছে। এমনকি সেই বৃদ্ধির হার ভারতকে পেছনে ফেলে দিয়েছে বলে খবর। আর এই খবর প্রকাশ্যে আসতেই বিরোধী শিবির তথা কংগ্রেসের নিশানায় এসেছে বিজেপি সরকার বা মোদি সরকার।

জানা গিয়েছে ২০২০ সালে বাংলাদেশের সম্ভাব্য মাথাপিছু জিডিপি ৪ শতাংশ বেড়ে হতে পারে এক হাজার ৮৮৮ ডলার৷ যেখানে ভারতের সম্ভাব্য মাথাপিছু জিডিপি ১০.৫ শতাংশ কমে হতে পারে এক হাজার ৮৭৭ ডলার৷

আর এই রিপোর্টকে হাতিয়ার করে মোদি সরকারকে একহাত নিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তিনি টুইট করে বলেছেন, ‘পাঁচ বছর আগেও যেখানে ভারতের মাথাপিছু জিডিপি বাংলাদেশের চেয়ে ২৫ শতাংশ বেশি ছিল, সেখানে আইএমএফ-এর রিপোর্ট অনুযায়ী ভারত বাংলাদেশের চেয়ে পিছিয়ে যেতে পারে৷ সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে মোদী সরকারের ব্যর্থতার এটাই সব চেয়ে বড় উদাহরণ৷’ এভাবেই মোদি সরকারকে একহাত নিয়েছেন রাহুল।