Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

সপ্তাহে ২ দিন ছুটি, বাকি দিনে সন্ধেতেও খোলা থাকবে ব্যাঙ্ক? সোমবার থেকে চালু নতুন নিয়ম?

Updated :  Friday, July 4, 2025 8:12 PM
bank

এক ঐতিহাসিক সিদ্ধান্তের পথে হাঁটল কেন্দ্রীয় সরকার। দীর্ঘদিনের দাবি শেষমেশ মঞ্জুর হল। এবার থেকে সপ্তাহে টানা দু’দিন ছুটি পাচ্ছেন দেশের সমস্ত ব্যাঙ্ক কর্মীরা। জুলাই মাস থেকেই বদলে যেতে পারে ব্যাঙ্কিং পরিষেবার ছন্দ।

বর্তমানে মাসে দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং সমস্ত রবিবার বন্ধ থাকে ব্যাঙ্ক। তবে নতুন নিয়ম অনুযায়ী, প্রত্যেক সপ্তাহের শনিবার ও রবিবার ব্যাঙ্ক বন্ধ থাকবে। অর্থাৎ সপ্তাহে পাঁচদিনই খোলা থাকবে দেশের সব সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক।

কেন এই পরিবর্তন?

ব্যাঙ্ক কর্মীদের বহুদিনের দাবি ছিল সপ্তাহে দু’দিন পূর্ণাঙ্গ ছুটি। বিষয়টি নিয়ে বহুবার আলোচনা হলেও এতদিন কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে এবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) সুপারিশের ভিত্তিতে কেন্দ্র এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে।

তাহলে লেনদেন কীভাবে চলবে?

গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে ভাবা হচ্ছে ‘টু-শিফট’ ব্যাঙ্কিং পরিষেবা চালুর। অর্থাৎ সপ্তাহে পাঁচদিন হলেও, সেই দিনগুলোতে ব্যাঙ্ক খোলা থাকবে দুই শিফটে—
সকাল থেকে বিকেল
দুপুর থেকে রাত পর্যন্ত

এই ব্যবস্থায় যারা অফিসের কারণে ব্যাঙ্ক যেতে পারেন না, তাঁরাও সন্ধের পর ব্যাঙ্কিং পরিষেবা পেতে পারেন।

কর্মীদের বাড়তি চাপ?

সপ্তাহে পাঁচদিন কাজ, তবে সময়সীমা ও দায়িত্ব হতে পারে বাড়তি। দুই শিফটে কাজের কথা ভাবা হলেও, কর্মীদের মানসিক ও শারীরিক চাপের বিষয়টি নিয়ে আলোচনা চলছে। তবে ছুটির পরিমাণ বাড়ায় কর্মী মহলে এখনই স্বস্তির বাতাবরণ।

FAQ: এই সিদ্ধান্ত নিয়ে সাধারণ মানুষের ৫টি প্রশ্ন ও উত্তর

১. কবে থেকে কার্যকর হচ্ছে নতুন নিয়ম?
সম্ভবত জুলাই মাসের মধ্যভাগ থেকেই চালু হতে পারে এই নিয়ম, তবে সরকারি বিজ্ঞপ্তির অপেক্ষা রয়েছে।

২. শনিবারে ব্যাঙ্ক একেবারে বন্ধ থাকবে?
হ্যাঁ, প্রত্যেক শনিবারেই ব্যাঙ্ক সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। কোনও লেনদেন বা কাউন্টার পরিষেবা হবে না।

৩. সন্ধে বেলায় কীভাবে কাজ করবে ব্যাঙ্ক?
দুই শিফটে ব্যাঙ্ক খোলা রাখার প্রস্তাব উঠেছে। দ্বিতীয় শিফটে দুপুর ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত ব্যাঙ্ক খোলা থাকতে পারে।

৪. কর্মীদের ছুটি বাড়লেও কাজের সময় কি বাড়বে?
হ্যাঁ, সম্ভবত কর্মীদের প্রতিদিন কিছুটা বেশি সময় ব্যাঙ্কে থাকতে হতে পারে।

৫. গ্রাহকদের উপর কোনও প্রভাব পড়বে কি?
প্রাথমিকভাবে শনিবারে লেনদেনের সুযোগ হারাতে পারেন অনেকে, তবে সন্ধের শিফট চালু হলে সমস্যা অনেকটাই মিটবে।

সারাংশ

ব্যাঙ্ক কর্মীদের জন্য এটি নিঃসন্দেহে এক বড় জয়। দীর্ঘদিনের দাবিকে স্বীকৃতি দিল সরকার। একই সঙ্গে গ্রাহকদের সুবিধার কথাও বিবেচনায় রেখে, পরিষেবায় আধুনিকতার ছোঁয়া আনতে চাইছে কেন্দ্র। এখন দেখার, আগামী দিনে এই নতুন ব্যবস্থা কতটা সফল হয় বাস্তব প্রয়োগে।