বর্তমানের যুগে ব্যাঙ্ক পরিষেবা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা অস্বীকার করা যায় না। মাঝে মাঝেই বিভিন্ন গুরুত্বপূর্ণ আর্থিক কাজ করতে মানুষ ব্যাঙ্কে যায়। কিন্তু হঠাৎ করে যদি ব্যাঙ্ক বন্ধ হয় তাহলে খুব সমস্যায় পরতে হয় সাধারণ মানুষকে। শেষ মুহূর্তে টাকার জোগাড় না হলে বড়ই অসহায় হয়ে পড়ে মানুষ। তাই সকলকে আগে থাকতে জেনে রাখা উচিত তার শহরে কোন কোন দিন ব্যাংক বন্ধ থাকবে। সেই তথ্য থাকলে মানুষ আগে থাকতেই ব্যাংকে গিয়ে টাকার ব্যবস্থা করে রাখতে পারে।
মে মাস শুরু হতে আর মাত্র কিছুদিন বাকি। তার মধ্যেই আবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সম্প্রতি একটি নোটিশ জারি করে জানিয়ে দিয়েছে যে এই মে মাসে বেশ কয়েকদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। আরবিআই অনুযায়ী চলতি মাসে সাপ্তাহিক ছুটি এবং উৎসবের জন্য ছুটির কারণে মোট ১২ দিন ব্যাংক বন্ধ থাকতে চলেছে। কোন দিন কোন শহরে ব্যাংক বন্ধ থাকবে জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
মে মাসে ব্যাঙ্ক ছুটির তালিকা:
০১/০৫/২০২৩ – মে দিবস।
০৫/০৫/২০২৩ – বুদ্ধ পূর্ণিমা।
০৭/০৫/২০২৩ – রবিবার।
০৯/০৫/২০২৩ – রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন।
১৩/০৫/২০২৩ – দ্বিতীয় শনিবার।
১৪/০৫/২০২৩ – রবিবার।
২১/০৫/২০২৩ – রবিবার।
২২/০৫/২০২৩ – মহারাণা প্রতাপ জয়ন্তীর জন্য (গুজরাত, হরিয়ানা, হিমাচল, পাঞ্জাব, রাজস্থান) রাজ্যে ব্যাংক বন্ধ থাকবে।
২৪/০৫/২০২৩ – কাজী নজরুল ইসলাম এর জন্মদিন।
২৭/০৫/২০২৩ – চতুর্থ শনিবার।
২৮/০৫/২০২৩ – মাসের শেষ রবিবার হিসাবে ছুটি থাকবে।














Florence Pugh Speaks Out on Zach Braff’s “Unfair” Treatment Over Their 21-Year Age Difference