বর্তমানের যুগে ব্যাঙ্ক পরিষেবা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা অস্বীকার করা যায় না। মাঝে মাঝেই বিভিন্ন গুরুত্বপূর্ণ আর্থিক কাজ করতে মানুষ ব্যাঙ্কে যায়। কিন্তু হঠাৎ করে যদি ব্যাঙ্ক বন্ধ হয় তাহলে খুব সমস্যায় পরতে হয় সাধারণ মানুষকে। শেষ মুহূর্তে টাকার জোগাড় না হলে বড়ই অসহায় হয়ে পড়ে মানুষ। তাই সকলকে আগে থাকতে জেনে রাখা উচিত তার শহরে কোন কোন দিন ব্যাংক বন্ধ থাকবে। সেই তথ্য থাকলে মানুষ আগে থাকতেই ব্যাংকে গিয়ে টাকার ব্যবস্থা করে রাখতে পারে। তাই যাতে মানুষকে সমস্যা না করতে হয় সেই কথা বিচার করে আজকের এই প্রতিবেদন।
গত অক্টোবর মাসে বিভিন্ন পূজা পার্বণের জন্য অনেক ছুটি ছিল ব্যাঙ্কে। এই নভেম্বর মাসে অত ছুটি না থাকলেও, গোটা মাসে মোট ১০ দিন বিভিন্ন শহরে বিভিন্ন পুজো পার্বণ এবং সাপ্তাহিক ছুটির জন্য ব্যাংক বন্ধ থাকবে। তার মধ্যে এই সপ্তাহে অর্থাৎ ৭ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ৪ টি ছুটি আছে। কোন কোন দিন ছুটি আছে তা জানতে এই প্রতিবেদনটি অবশ্যই সম্পূর্ণ পড়তে হবে। তবে সেইসাথে আপনাদের জানিয়ে রাখি যে ব্যাংক বন্ধ থাকলেও এইসব দিনে অনলাইনে ব্যাঙ্কিং সংক্রান্ত কাজ করা যাবে।
৭-১৩ নভেম্বরের মধ্যে ৪ দিনের ছুটির তালিকা:
৮ নভেম্বর ২০২২: গুরু নানক জয়ন্তী/কার্তিকা পূর্ণিমা/রাহাস পূর্ণিমা/ভাঙ্গালা উত্সব- আগরতলা, ব্যাঙ্গালোর, গ্যাংটোক, গুয়াহালটি , কোচি, পানাজি, পটনা, শিলং-এবং তিরুবনন্তপুরম ছাড়া অন্য জায়গায় ব্যাঙ্ক বন্ধ।
১১ নভেম্বর ২০২২: কানাকদাসা জয়ন্তী/ভাংলা উত্সব – ব্যাঙ্গালোর এবং শিলং-এ ব্যাঙ্ক বন্ধ।
১২ নভেম্বর ২০২২: শনিবার (মাসের দ্বিতীয় শনিবার)।
১৩ নভেম্বর ২০২২: রবিবার (সাপ্তাহিক ছুটি)।