Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Bank Holidays: নতুন বছরের প্রথম মাসেই ১৫ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে, রইলো RBI প্রকাশিত ছুটির তালিকা

Updated :  Thursday, December 26, 2024 2:50 PM

ভারতের একাধিক ঐতিহ্যবাহী উৎসব এবং জাতীয় অনুষ্ঠান সারা বছরব্যাপী পালিত হয়। এই উৎসবগুলির কারণে ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) প্রতি বছর ছুটির একটি নির্দিষ্ট তালিকা প্রকাশ করে, যা বিভিন্ন রাজ্যের জন্য আলাদা হতে পারে। এই তালিকা, যেখানে জাতীয় ছুটি, আঞ্চলিক উৎসব ও সপ্তাহান্তের ছুটির কথা উল্লেখ করা হয়, তা ব্যাংক খোলার বা বন্ধ থাকার বিষয়ে নির্দেশনা প্রদান করে। আর কিছুদিনের মধ্যেই শুরু হচ্ছে নতুন বছর। ২০২৫ সালের জানুয়ারি মাসে সপ্তাহান্তের ছুটি ছাড়াও কিছু উৎসবের জন্য আরো কয়েকদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২০২৫ সালের জানুয়ারি মাসে কোন রাজ্যে কোনদিন ছুটি থাকবে? জানতে চাইলে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

২০২৫ সালের জানুয়ারি মাসে সব রাজ্য মিলিয়ে মোট ১৫ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। ইতিমধ্যেই RBI নতুন বছরের প্রথম মাসের ছুটির তালিকা প্রকাশ করেছে। আজকের এই প্রতিবেদনে আমরা আপনাদের জানুয়ারি মাসের ছুটির তালিকা জানাচ্ছি যাতে আপনি আপনার ব্যাঙ্কিং কাজের জন্য প্রস্তুতি নিতে পারেন৷ মনে রাখবেন যে এই সমস্ত ছুটি প্রতিটি রাজ্যে পালন করা যেতে পারে না এবং তাদের মধ্যে কিছু আঞ্চলিক-নির্দিষ্ট হতে পারে। ছুটির তালিকা নিম্নলিখিত:

১) ১ জানুয়ারী : নববর্ষের দিন। বিভিন্ন রাজ্যের ব্যাঙ্কগুলি বছরের প্রথম দিনে বন্ধ থাকবে।

২) ২ জানুয়ারী : মিজোরামে নববর্ষ এবং মান্নাম জয়ন্তী উপলক্ষে কেরালার ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।

৩) ৫ জানুয়ারি: রবিবার। দেশের সব ব্যাংক বন্ধ থাকবে।

৪) ৬ জানুয়ারী : গুরু গোবিন্দ সিংয়ের জন্মবার্ষিকীতে হরিয়ানা এবং পাঞ্জাবে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।

৫) ১১ জানুয়ারী : সারাদেশে দ্বিতীয় শনিবারের জন্য ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।

৬) ১২ জানুয়ারী : রবিবার এবং সারা দেশে স্বামী বিবেকানন্দ জয়ন্তী উপলক্ষে বন্ধ থাকবে।

৭) ১৪ জানুয়ারী: মকর সংক্রান্তি এবং পোঙ্গল উপলক্ষ্যে অন্ধ্র প্রদেশ, তেলেঙ্গানা এবং তামিলনাড়ুতে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।

৮) ১৫ জানুয়ারী: তিরুভাল্লুভার দিবস, মাঘ বিহু, এবং মানকর সংক্রান্তি। অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু এবং আসামের ব্যাঙ্কগুলি তিরুভাল্লুভার দিবস, মাঘ বিহু এবং মানকর সংক্রান্তিতে বন্ধ থাকবে৷

৯) ১৬ জানুয়ারি: উজ্জাভার তিরুনাল তামিলনাড়ুর ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।

১০) ১৯ জানুয়ারী: রবিবার। দেশের সমস্ত ব্যাঙ্ক রবিবার বন্ধ থাকবে।

১১) ২২ জানুয়ারী: Imoin। মণিপুরের ব্যাঙ্কগুলি Imoin-এ বন্ধ থাকবে৷

১২) ২৩ জানুয়ারী: নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মবার্ষিকী।নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিনে মণিপুর, ওড়িশা, পাঞ্জাব, সিকিম, বাংলা, জম্মু ও কাশ্মীর এবং দিল্লির ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে৷

১৩) ২৫ জানুয়ারি: চতুর্থ শনিবার। মাসের চতুর্থ শনিবার দেশের সব ব্যাংক বন্ধ থাকবে।

১৪) ২৬ জানুয়ারি: প্রজাতন্ত্র দিবস। প্রজাতন্ত্র দিবসে দেশের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।

১৫) ৩০ জানুয়ারি: সোনম লোসার। সোনম লোসার উপলক্ষে সিকিমে সব ব্যাঙ্ক বন্ধ থাকবে।

গ্রাহকদের জন্য এই ছুটির তালিকা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি তাদের ব্যাংকিং কার্যক্রমকে প্রভাবিত করতে পারে। ব্যাংক বন্ধ থাকলে গ্রাহকদের লেনদেন, টাকা উত্তোলন ও অন্যান্য পরিষেবা পাওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তে হতে পারে। তাই, মাসের শুরুতেই ব্যাংক বন্ধের তালিকা দেখে নেওয়া বুদ্ধিমানের কাজ। তবে ১৫ দিন ব্যাঙ্ক বন্ধ থাকলেও অনলাইন পরিষেবা যেমন Google Pay, Phone Pay, Paytm, ইন্টারনেট ব্যাঙ্কিং পরিষেবাগুলি চালু থাকবে।