আজ্ঞে হ্যাঁ, আগামীকাল বন্ধ থাকতে চলেছে ব্যাংক পরিষেবা। কিন্তু আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হন তবে আপনার কোন চিন্তা নেই। কারণ শুধুমাত্র মেঘালয়ে আগামীকাল বন্ধ থাকবে ব্যাংকের সমস্ত পরিষেবা। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইতিমধ্যে বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে। মূলত, ১২ই ডিসেম্বর মেঘালয়ের পা-তোগান নেংমিজ্ঞা সাংমার মৃত্যু দিবস। তাই এই দিনটি বীর যোদ্ধা পা-তোগান নেংমিজ্ঞা সাংমার অকাল প্রয়াণে গারো সম্প্রদায়ের মানুষরা পালন করে থাকেন। আর এই কারণে এই বিশেষ দিনটি মেঘালয়ে সরকারি ছুটি পালন করা হয়।
আমরা আপনাদের বলি, পা-তোগান নেংমিজ্ঞা সাংমা ছিলেন মেঘালয়ের একজন বীর মুক্তিযোদ্ধা। যিনি ১২ই ডিসেম্বর ১৮৭২ সালে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হন। তাই এই বিশেষ দিনটি গারো সম্প্রদায়ের মানুষের কাছে অত্যন্ত আবেগের। তারা এই দিনটি অত্যন্ত মর্যাদার সাথে পালন করে থাকেন। আমরা আপনাদের বলি, এই বিশেষ কারণে শুধুমাত্র আগামীকাল মেঘালয়ে বন্ধ থাকবে সমস্ত ব্যাংকের পরিষেবা। দেশের বাকি সমস্ত রাজ্যে আগামীকাল নির্দিষ্ট সময় খোলা হবে ব্যাংক।
এক নজরে দেখে নিন, চলতি মাসে ব্যাংকের ছুটির তালিকা-
১৪ই ডিসেম্বর – (দ্বিতীয় শনিবার)
১৫ই ডিসেম্বর- (সাপ্তাহিক ছুটি, রবিবার)
২২শে ডিসেম্বর – (সাপ্তাহিক ছুটি, রবিবার)
২৬শে ডিসেম্বর- (বড়দিনের ছুটি)
২৭শে ডিসেম্বর- (ক্রিসমাস উদযাপনে কিছু রাজ্যে ব্যাংক বন্ধ থাকবে)
২৮শে ডিসেম্বর (চতুর্থ শনিবার)
২৯শে ডিসেম্বর (সাপ্তাহিক ছুটি, রবিবার)














Vance-Sweeney 2028 Presidential Buzz Explodes Online — Fans Call It “Unbeatable Ticket”