Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Bank Holiday:ডিসেম্বর মাসে ১৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, দেখে নিন সম্পূর্ণ ছুটির তালিকা

Updated :  Thursday, December 1, 2022 10:27 AM

বর্তমানের যুগে ব্যাঙ্ক পরিষেবা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা অস্বীকার করা যায় না। মাঝে মাঝেই বিভিন্ন গুরুত্বপূর্ণ আর্থিক কাজ করতে মানুষ ব্যাঙ্কে যায়। কিন্তু হঠাৎ করে যদি ব্যাঙ্ক বন্ধ হয় তাহলে খুব সমস্যায় পরতে হয় সাধারণ মানুষকে। শেষ মুহূর্তে টাকার জোগাড় না হলে বড়ই অসহায় হয়ে পড়ে মানুষ। তাই সকলকে আগে থাকতে জেনে রাখা উচিত তার শহরে কোন কোন দিন ব্যাংক বন্ধ থাকবে। সেই তথ্য থাকলে মানুষ আগে থাকতেই ব্যাংকে গিয়ে টাকার ব্যবস্থা করে রাখতে পারে। তাই যাতে মানুষকে সমস্যা না করতে হয় সেই কথা বিচার করে আজকের এই প্রতিবেদন।

চলতি নভেম্বর মাসের পর আগামী মাস বছরের শেষ মাস ডিসেম্বর। অন্যান্য মাসের মত অনেক ছুটি না থাকলেও এই মাসে বড়দিনের জন্য বেশ কয়েকদিন ছুটি পাওয়া যায়। শীতের আমেজ ভ্রমণের উপযুক্ত সময় হচ্ছে এই ডিসেম্বর মাস। তবে এই মাসেও অন্যান্য মাসের মত বেশ কয়েকদিন ছুটি রয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রকাশিত একটি নোটিসের মাধ্যমে জানা গিয়েছে যে আগামী ডিসেম্বর মাসে দেশের বিভিন্ন জায়গায় সবমিলিয়ে ১৪ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। কোন কোন দিন কোন কোন শহরে কি কারণে ছুটি থাকবে, জানতে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

ডিসেম্বর মাসে ছুটির দিনের তালিকা:

  • ৩ ডিসেম্বর – শনিবার – সেন্ট জেভিয়ার্স ফিস্ট – গোয়াতে ব্যাঙ্ক বন্ধ৷
  • ৪ ডিসেম্বর – রবিবার – ব্যাংক বন্ধ – সারা দেশে
  • ৫ ডিসেম্বর ২০২২: গুজরাট বিধানসভা নির্বাচন ২০২২- গুজরাট
  • ১০ ডিসেম্বর – শনিবার – দ্বিতীয় শনিবার – সারা দেশে ব্যাংকগুলি বন্ধ থাকবে
  • ১১ ডিসেম্বর – রবিবার – ছুটির দিন – সারা দেশে ব্যাংক বন্ধ
  • ১২ ডিসেম্বর – সোমবার – পা-টাগান নেংমিঞ্জা সঙ্গম – মেঘালয়ে ব্যাংক বন্ধ
  • ১৮ ডিসেম্বর – রবিবার – ছুটির দিন – সারা দেশে ব্যাংক বন্ধ
  • ১৯ ডিসেম্বর – সোমবার – গোয়া মুক্তি দিবস – গোয়াতে ব্যাঙ্ক বন্ধ
  • ২৪ ডিসেম্বর – শনিবার – ক্রিসমাস এবং চতুর্থ শনিবার – সারা দেশে ব্যাংক বন্ধ
  • ২৫ ডিসেম্বর – রবিবার – ছুটির দিন – সারা দেশে ব্যাংক বন্ধ
  • ২৬ ডিসেম্বর – সোমবার – ক্রিসমাস, লাসুং, নামসুং – মিজোরাম, সিকিম, মেঘালয়ে ব্যাঙ্ক বন্ধ
  • ২৯ ডিসেম্বর – বৃহস্পতিবার – গুরু গোবিন্দ সিং জির জন্মদিন – চণ্ডীগড়ে ব্যাঙ্ক বন্ধ
  • ৩০ ডিসেম্বর – শুক্রবার – U Kiang Nangwah – মেঘালয়ে ব্যাংক বন্ধ
  • ৩১ ডিসেম্বর – শনিবার – নববর্ষের আগের দিন – মিজোরামে ব্যাঙ্ক বন্ধ৷

তবে ব্যাঙ্ক বন্ধ থাকলেও অনলাইন ও নেট ব্যাঙ্কিং পরিষেবা যথারীতি পাওয়া যাবে। সুতরাং, আপনি যদি ব্যাঙ্ক সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ কাজের জন্য আগামী মাসে আপনার ব্যাঙ্ক শাখায় যেতে চান, তবে এই ছুটির ক্যালেন্ডারটি আপনার জন্য খুব দরকারী হবে। সুতরাং, সেই অনুযায়ী আপনার পরিকল্পনা করুন।