Bank Holiday: এই সপ্তাহে ব্যাঙ্ক খোলা থাকবে মাত্র ৩ দিন, দেখে নিন কবে কবে থাকছে ছুটি
ব্যাঙ্কের ছুটির তালিকা প্রকাশ করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ও রবিবার ছাড়াও আঞ্চলিক ও জাতীয় উৎসব উপলক্ষে ব্যাংকে ছুটি রয়েছে। যারা অফলাইনে ব্যাংকের কাজ করে থাকেন তাদের জেনে রাখা উচিৎ পরিষেবা কবে কবে বন্ধ থাকবে।
রিজার্ভ ব্যাঙ্কের তরফে প্রকাশিত ব্যাঙ্ক হলিডে লিস্ট অনুযায়ী, চলতি সপ্তাহে মাত্র ৩ দিন খোলা থাকবে ব্যাঙ্ক। আপনিও যদি এই সপ্তাহে কোনও কাজের জন্য ব্যাঙ্কে যাওয়ার কথা ভেবে থাকেন, তবে আপনাকে অবশ্যই একবার আপনার শহরের ব্যাঙ্ক হলিডে লিস্টটি পরীক্ষা করে দেখতে হবে। ২০ মে লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটগ্রহণ। নির্বাচনের ভোটের কারণে অনেক শহরে আজ ব্যাংক বন্ধ। বিহারের সীতামারি, মধুবনী, মুজফফরপুর, সারন, হাজিপুর এবং ঝাড়খণ্ডের ছতরা, কোডারমা, হাজারিবাগে আজ ব্যাঙ্ক বন্ধ থাকবে।
একইভাবে ধুলে, দিন্দোরি, নাসিক, পালঘর, ভিওয়ান্ডি, কল্যাণ, থানে, মুম্বই উত্তর, মুম্বই উত্তর-পশ্চিম, মুম্বই উত্তর-পূর্ব, মুম্বই উত্তর-মধ্য, মুম্বই উত্তর-মধ্য, মুম্বই দক্ষিণ-মধ্য এবং মুম্বই দক্ষিণেও ব্যাঙ্ক খুলবে না। ওড়িশার বারগড়, সুন্দরগড়, বোলাঙ্গির, কান্ধামাল, আসকা এবং মোহনলালগঞ্জ, লখনউ, রায়বেরিলি, আমেঠি, জালাউন, ঝাঁসি, হামিরপুর, বান্দা, ফতেপুর, কৌশাম্বি, বারাবাঁকি, ফৈজাবাদ, কায়সারগঞ্জ, উত্তরপ্রদেশের গোন্ডাতেও ব্যাঙ্ক বন্ধ রয়েছে। লাদাখের পাশাপাশি জম্মু ও কাশ্মীরের বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি, আরামবাগ এবং বারামুল্লাতেও ব্যাঙ্ক বন্ধ রয়েছে।