Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Bank Holidays June 2023: জুন মাসে ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, দেখুন পুরো তালিকা

Updated :  Tuesday, May 23, 2023 10:06 AM

বর্তমানের যুগে ব্যাঙ্ক পরিষেবা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা অস্বীকার করা যায় না। মাঝে মাঝেই বিভিন্ন গুরুত্বপূর্ণ আর্থিক কাজ করতে মানুষ ব্যাঙ্কে যায়। কিন্তু হঠাৎ করে যদি ব্যাঙ্ক বন্ধ হয় তাহলে খুব সমস্যায় পরতে হয় সাধারণ মানুষকে। শেষ মুহূর্তে টাকার জোগাড় না হলে বড়ই অসহায় হয়ে পড়ে মানুষ। তাই সকলকে আগে থাকতে জেনে রাখা উচিত তার শহরে কোন কোন দিন ব্যাংক বন্ধ থাকবে। সেই তথ্য থাকলে মানুষ আগে থাকতেই ব্যাংকে গিয়ে টাকার ব্যবস্থা করে রাখতে পারে।

মে মাস শেষ হতে চলেছে এবং এখন কয়েকদিনের মধ্যেই নতুন জুন মাস শুরু হবে। পরবর্তী মাসে অর্থাৎ জুন ২০২৩-এ ব্যাঙ্কগুলির ১২ টি ছুটি রয়েছে। এই ছুটির দিনগুলো মাথায় রেখে ব্যাঙ্ক শাখার কাজ করা যাবে। আপনাকেও যদি পরের মাসে ব্যাঙ্কে যেতে হয়, তবে প্রথমে অবশ্যই এই তালিকাটি আগে থাকতে দেখে নিন। জুন মাসের ১২ টি ছুটির মধ্যে রয়েছে সাপ্তাহিক ছুটির দিনগুলি অর্থাৎ ৬ টি সাপ্তাহিক ছুটি। এগুলো বাদে বাকি ৬ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক উৎসব ও বর্ষপূর্তির কারণে।

জুন মাসে ছুটির দিনের তালিকা:

  1. ৪ জুন: রবিবার, দেশব্যাপী ছুটি
  2. ১০ জুন: দ্বিতীয় শনিবার, দেশব্যাপী ছুটি
  3. ১১ জুন: রবিবার
  4. ১৫ জুন: বৃহস্পতিবার, রাজা সংক্রান্তি, মিজোরাম ও ওড়িশা রাজ্য
  5. ১৮ জুন: রবিবার, দেশব্যাপী ছুটি
  6. ২০ জুন: বৃহস্পতিবার, রথযাত্রা , ওড়িশা, মণিপুর রাজ্য
  7. ২৪ জুন: চতুর্থ শনিবার, দেশব্যাপী ছুটি
  8. ২৫ জুন: সপ্তাহান্তে রবিবার, দেশব্যাপী ছুটির দিন
  9. ২৬ জুন: খারচি পূজা, ত্রিপুরা রাজ্য শুধুমাত্র
  10. ২৮ জুন: মঙ্গলবার, ঈদ উল আজহা, মহারাষ্ট্র, জম্মু কাশ্মীর, কেরালা রাজ্য
  11. ২৯ জুন: বৃহস্পতিবার, ঈদুল- আধা, সারাদেশে ছুটি
  12. ৩০ জুন: শুক্রবার রীমা ঈদুল আজহা