ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

ব্যাংকের ছুটির জন্য নতুন সময়সূচি প্রকাশিত হল, এখন এই দিনগুলিতে ব্যাংক বন্ধ থাকবে

এবার থেকে শনিবার দিন ব্যাংক বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে

Advertisement

যে গ্রাহকদের কাছে ব্যাংক একাউন্ট রয়েছে তাদের জন্য রয়েছে একটা দারুন খবর। আজ ব্যাংকের কর্মচারী এবং গ্রাহকদের জন্য একটা বিশাল বড় দিন কারণ আজ ব্যাংকের ছুটি এবং সময় নিয়ে একটা বড় সিদ্ধান্ত নেওয়া হবে। এবার থেকে কিন্তু ব্যাংকে দুদিন করে ছুটি থাকবে। এর পাশাপাশি কাজের সময়ে পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বিষয়ে আজকে একটি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছে ভারতীয় ব্যাংকিং এসোসিয়েশন।

ব্যাংক কর্মচারীদের বড় সুখবর দিতে পারে কেন্দ্রীয় সরকার, এমনটাই খবর আইবিএ সূত্রে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী ব্যাংক কর্মীদের সাপ্তাহিক ছুটিতে পরিবর্তন হবার সম্ভাবনা রয়েছে। বর্তমানে ব্যাংকে কর্মরতরা শুধুমাত্র রবিবার ছুটি পান এবং দ্বিতীয় ও চতুর্থ শনিবার ছুটি থাকে। কিন্তু আজকে বৈঠকে সপ্তাহে পাঁচ দিন কাজ করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানানো হয়েছে। রিপোর্ট অনুযায়ী ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক এমপ্লয়ী এন্ড ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন দুই দিনের সাপ্তাহিক ছুটিতে এই সম্মতি জানিয়েছে। পাঁচ দিনের কাজের প্রস্তাব বাস্তবায়িত হলে সমস্ত কর্মচারীর দৈনিক কাজের সময় ৪০ মিনিট বৃদ্ধি পাবে।

ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক এমপ্লয়ী এন্ড ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনের বৈঠকের পরে ব্যাংক কর্মচারীরা এবারে সপ্তাহে দুদিন করে ছুটি পেয়ে যাবেন। অর্থাৎ এবার প্রথম এবং তৃতীয় শনিবার ছুটি পেয়ে যাবেন ব্যাংকের কর্মীরা। তথ্য দেওয়ার সময় আইবিএ জানিয়েছে, ব্যাংক কর্মীদের ছুটি সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে এবং নতুন ব্যবস্থা খুব শীঘ্রই বাস্তবায়ন করা হবে। তবে এই বিষয়ে এখনো কোন চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু আসেনি। প্রসঙ্গত উল্লেখ্য, এখনো এলআইসি কর্মচারীরা পাঁচ দিন করেই কার্য দিবস পেয়ে থাকেন।

Related Articles

Back to top button