Bank Holidays: বছর শেষে সাত দিন বন্ধ থাকবে ব্যাংক, কবে কবে রয়েছে ছুটি? দেখে নিন পুরো তালিকা
বছরের শেষ সপ্তাহে সাত দিন ছুটি পাবেন ব্যাংক কর্মীরা
নতুন বছর শুরু হতে আর এক সপ্তাহ সময় বাকি নেই। আর এই মরশুমে ছুটির জন্য মানুষজন নিজেদের প্ল্যান তৈরি করতে শুরু করে দিয়েছেন। তবে ডিসেম্বরের শেষ দিকে ব্যাংক কর্মীদের জন্য রয়েছে ভালো খবর। ডিসেম্বরের শেষে বেশ কিছু ব্যাংকে কর্মীরা পেয়ে যাবেন লম্বা ছুটি। সারা দেশের বিভিন্ন ব্যাংকের শাখায় আপনারা ছুটি পেয়ে যাবেন। টানা সাতদিন পর্যন্ত ছুটি পাবেন ব্যাংক কর্মীরা। তবে সব জায়গায় কিন্তু সমস্ত ব্যাংকের কর্মীরা ছুটি পাবেন না। চলুন তাহলে জেনে নেওয়া যাক আপনার এলাকায় আপনি কবে কবে ছুটি পাবেন রিজার্ভ ব্যাংকের ছুটির তালিকা অনুযায়ী।
বড়দিন উপলক্ষ্যে ছুটি রয়েছে
বড়দিন উপলক্ষে সারাদেশে পাবলিক হলিডে ছিল আজকে ২৫ ডিসেম্বর। অন্যদিকে ক্রিসমাস ইভ উপলক্ষে মিজোরাম নাগাল্যান্ড মেঘালয় ইত্যাদি রাজ্যে ছুটি ছিল গত মঙ্গলবার। ২৫ তারিখ সব রাজ্যেই ব্যাংক ছুটি রয়েছে।
এইসব রাজ্যে চারদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক
তবে ক্রিসমাস উপলক্ষে ভারতের বেশকিছু রাজ্যে চারদিন ব্যাংক বন্ধ থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল ২৬ শে ডিসেম্বর মিজোরাম নাগাল্যান্ড এবং মেঘালয় রাজ্যে ব্যাংক বন্ধ থাকবে। ২৪ শে ডিসেম্বর থেকে ২৭শে ডিসেম্বর পর্যন্ত নাগাল্যান্ডে ব্যাংক ছুটি রয়েছে। এছাড়াও ২৮ শে ডিসেম্বর এই মাসের চতুর্থ শনিবার হিসেবে ব্যাংক বন্ধ থাকবে। আগামী ২৯ ডিসেম্বর রবিবার ব্যাংক ছুটি থাকবে। ৩০ শে ডিসেম্বর সোমবার মেঘালয় রাজ্যে ব্যাংক বন্ধ থাকবে। ৩১শে ডিসেম্বর মিজোরাম এবং সিকিমে নতুন বছরের উপলক্ষে ব্যাংক কর্মীদের ছুটি রয়েছে।
তবে এই ছুটি কেবলমাত্র ব্যাঙ্কের শাখার জন্য প্রযোজ্য। সর্বত্র ব্যাঙ্কের এটিএম খোলা থাকবে। ছুটির দিনে টাকা তুলতে কোনো অসুবিধে হবে না গ্রাহকদের। আর এই সময়ে আগে থেকে বেশ কিছু টাকা নগদ রেখে দিতে হবে গ্রাহকদের যাতে সমস্যায় না পড়েন তারা। এটিএমে যান্ত্রিক ত্রুটি বা বেশি ভিড়ের মধ্যে সমস্যা না হয় যাতে। তবে এই সময় ব্যাঙ্কের শাখা বন্ধ থাকলেও ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবা বা মোবাইল ব্যাঙ্কিং চালু থাকবে।