সম্প্রতি আমেরিকায় ব্যাংকিং সংকট সামনে আসার সঙ্গে সঙ্গেই যেন সারা বিশ্বে গেল গেল রব ওঠে। সাধারণত মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতির উপরে সারা বিশ্বের অর্থনীতি কিছুটা হলেও নির্ভর করে। এখনও মার্কিন মুলুকে ব্যাংকিং সেক্টর নিয়ে একাধিক অনিশ্চয়তা রয়েছে। আরো অনেক ব্যাংক এমন রয়েছে যেগুলি একেবারে তলানিতে দাঁড়িয়ে রয়েছে। ফলে ব্যাংকে টাকা রাখলেই যে তা নিরাপদ সেরকমটা ভাবার কোন কারণ নেই। তবে এ ব্যাপারে সাধারণ মানুষকে নিশ্চিত করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। ভারতে এমন কয়েকটি ব্যাংক রয়েছে, যেগুলি কোনদিনই ডুবে যাবে না এবং সেই ব্যাংকে টাকা রাখা সব সময় নিরাপদ বলে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ওরফে আরবিআই। চলুন তাহলে এই ব্যাংকের তালিকা দেখে নেওয়া যাক।
২০২৩ সালের শুরুতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া D-SIBS ২০২২ নামের একটি তালিকা প্রকাশ করেছে যে তালিকায় উল্লেখ রয়েছে ২০২২ সালের সব থেকে নিরাপদ ব্যাংকের নাম। এই তালিকায় এই মুহূর্তে বেশ কিছু রাষ্ট্রায়ত্ত ব্যাংকের নাম দেখা যাচ্ছে। দেশের সবথেকে নিরাপদ ব্যাংকের তালিকায় একটি সরকারি এবং দুটি বেসরকারি ব্যাংককে রেখেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। নিঃসন্দেহে এই সরকারি ব্যাংকটি হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং বেসরকারি ব্যাংক দুটি হল এইচডিএফসি ব্যাঙ্ক এবং আইসিআইসিআই ব্যাঙ্ক। এর সরাসরি অর্থ হলো কোন ব্যক্তি যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এইচডিএফসি এবং আইসিআইসিআই ব্যাংকের টাকা রাখেন তাহলে তার টাকা একেবারেই নিরাপদ থাকবে।
প্রসঙ্গত বলে রাখা ভালো, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সাধারণত ভারতের প্রতিটি ব্যাংকের উপরে কড়া নজর রাখে। ব্যাংকের দৈনন্দিন কাজকর্মের উপরে নজর রাখা হয় আরবিআই- এর তরফ থেকে। এছাড়াও কোনো বড় ঋণ বা হিসাবের যাবতীয় তথ্য থাকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছে। যদি কোন ব্যাংক কোন রকম নিয়ম ভঙ্গ করে তাহলেই তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়ে থাকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। কখনো ব্যাংকের লাইসেন্স বাতিল করা হয় আবার কখনো চাপানো হয় মোটা টাকা জরিমানা। তাই যে তিনটি ব্যাংকের ব্যাপারে আরবিআই আপনাকে জানিয়েছে, স্বভাবতই তিনটি ব্যাংকে টাকা রাখা সব থেকে নিরাপদ। অর্থাৎ সহজ কথায়, যাই হয়ে যাক না কেন ভারতের এই তিনটি ব্যাংক কখনোই ডুববে না।














