FD-তে ৮.৩০% সুদ দিচ্ছে এই সরকারি ব্যাঙ্ক, কম সময়ে মোটা টাকা পাবেন
এই প্রকল্পে আপনারা ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মাধ্যমে অতিরিক্ত সুদ পেতে পারেন
বর্তমানে বিনিয়োগকারীদের কাছে বিনিয়োগের নানারকম মাধ্যম তৈরি হয়ে গিয়েছে। রিজার্ভ ব্যাংক রিপো রেট কয়েক বার বৃদ্ধির কারণে মানুষ ব্যাংকের স্থায়ী আমানতে আরো বেশি করে টাকা রাখতে শুরু করেছেন। সরকারি বেসরকারি প্রকল্পের তুলনায় এখন ব্যাংকের স্থায়ী আমানতে বেশি সুদ পাওয়া যাচ্ছে। সেরকমই একটি বিষয় নিয়ে আজকে আমরা কথা বলব। আপনাদের জানিয়ে রাখি ব্যাংক অফ ইন্ডিয়া ১০ জানুয়ারি ২০২৩ থেকে ২ কোটি টাকার কম স্থায়ী আমানতের উপরে সুদের হার পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। স্থায়ী আমানতের মেয়াদ ছয় মাস বা তার বেশি হলে নূন্যতম ৫,০০০ টাকা জমার জন্য দশ বছরের জন্য বিনিয়োগ করা হলে প্রবীণ নাগরিকদের অতিরিক্ত ০.৫০ শতাংশ সুদ দেওয়া হবে বলে জানিয়েছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। যদি কোন
প্রবীণ নাগরিক তিন বছর বা তার বেশি সময়ের জন্য স্থায়ী আমানত করতে চান তাহলে তিনি ০.৭৫ শতাংশ অতিরিক্ত সুদ পাবেন।
ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তার সাধারণ গ্রাহকদের জন্য ৪৪৪ দিনের একটি বিশেষ স্থায়ী আমানত নিয়ে এসেছে যেখানে সাধারণ গ্রাহকদের জন্য ৭.০৫ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। অন্যদিকে প্রবীণ নাগরিকরা এক্ষেত্রে ৭.৫৫ শতাংশ হারে সুদ পেয়ে যাচ্ছেন এবং দু’বছর থেকে পাঁচ বছরের কম মেয়াদের আমানতের ক্ষেত্রে তারা পাচ্ছেন ৭.২৫ শতাংশ হারে সুদ। তাহলে চলুন জেনে নেওয়া যাক কতদিনের স্থায়ী আমানতে কত শতাংশ সুদ পাওয়া যাচ্ছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে।
সুদের হার –
৪৬ থেকে ১৭৯ দিনের স্থায়ী আমানতে (Fixed Deposit) ৪.৫০ শতাংশ হারে সুদ পাওয়া যাবে৷
১৮০ দিন থেকে ২৬৯ দিনের স্থায়ী আমানতে (Fixed Deposit) বার্ষিক সুদের হার ৫ শতাংশ।
১ বছর থেকে ২ বছরের কম (৪৪৪ দিন বাদে) আমানতে ৬ শতাংশ হারে সুদ পাবেন।
৪৪৪ দিনের নতুন মেয়াদে সর্বোচ্চ ৭.০৫ শতাংশ হারে সুদ পাওয়া যাবে।
২ বছর থেকে ৩ বছরের কম মেয়াদি স্থায়ী আমানতে (Fixed Deposit) ৬.৭৫ শতাংশ সুদ দেওয়া হবে।
৩ বছর থেকে ৫ বছরের কম মেয়াদের স্থায়ী আমানতে (Fixed Deposit) সুদের হার ৬.৫০ শতাংশ।
৫ বছর বা তার বেশি মেয়াদের স্থায়ী আমানতে (Fixed Deposit)র সুদের হার ৬ শতাংশ।