ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

৩৩৩ দিনের মেয়াদের নতুন ফিক্স ডিপোজিট প্রকল্প নিয়ে এলো Bank Of India, ৭.৯০ শতাংশ হারে পেয়ে যাবেন সুদ

আপনারা যদি ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই প্রকল্প গ্রহণ করেন তাহলে আপনারা দারুন ভাবে লাভবান হতে চলেছেন

Advertisement
Advertisement

এবারে পূজোর মরশুমে নতুন ফিক্স ডিপোজিট প্রকল্প চালু করে দিল ভারতের অন্যতম ব্যাংক অফ ইন্ডিয়া। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে স্টার ধনবৃদ্ধি ফিক্সড ডিপোজিট স্কিম। এই প্রকল্পের মেয়াদ ৩৩৩ দিন। এক সেপ্টেম্বর থেকে চালু হয়েছে এই প্রকল্প এবং এই প্রকল্পের সবথেকে বেশি লাভ পাবেন সুপার সিনিয়র সিটিজেনরা। স্টার ধনবৃদ্ধি ফিক্সড ডিপোজিট প্রকল্পে সাধারণ গ্রাহকদের জন্য দেওয়া হচ্ছে ৭.২৫ শতাংশ হারে সুদ। অন্যদিকে প্রবীণ নাগরিকরা পেয়ে যাচ্ছেন ৭.৭৫ শতাংশ হারে সুদ এবং সুপার সিনিয়র সিটিজেনরা অর্থাৎ ৮০ বছরের বেশি বয়সী মানুষেরা পেয়ে যাচ্ছেন ৭.৯০ শতাংশ হারে সুদ।

Advertisement
Advertisement

কি সুবিধা থাকছে আর?

আপনাদের জানিয়ে রাখি ব্যাংক অফ ইন্ডিয়ার এই ষ্টার ধন বৃদ্ধি প্রকল্পে যদি আপনি বিনিয়োগ করেন তাহলে ফিক্স ডিপোজিট এর বিপরীতে আপনি ঋণ নিতে পারবেন। চাইলে মেয়াদ শেষের আগে আপনারা টাকা তুলতে পারবেন এবং কোনো রকম অতিরিক্ত টাকা কাটা হবে না। হঠাৎ যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি ব্যাংকে যেতে পারবেন, ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে কোন গ্রাহক এই ব্যাংক একাউন্ট খুলতে পারবেন এবং এই ফিক্সড ডিপোজিট প্রকল্পে বিনিয়োগ করতে পারবেন। এই ব্যাংকের যে কোন শাখায় এই প্রকল্পের অ্যাকাউন্ট খোলা যেতে পারে। এছাড়াও ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার Omni Neo অ্যাপ বা ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন আপনারা। তবে সীমিত সময়ের জন্যই এই প্রকল্প চালু রাখা হয়েছে বলে জানা যাচ্ছে। তাই অফারের মেয়াদ শেষ হবার আগে গ্রাহকদের বিনিয়োগ করতে হবে।

Advertisement

সুদের হার জেনে নিন বিস্তারিত

ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তে আপনারা ৭ দিন থেকে ১০ বছরের মেয়াদে একাধিক ফিক্স ডিপোজিট পেয়ে যাচ্ছেন। এই প্রকল্পে যদি আপনি বিনিয়োগ করেন তাহলে আপনারা সুদের হার ৩ শতাংশ থেকে ৭.২৫ শতাংশ পর্যন্ত দেখতে পাবেন। ৭ দিন থেকে ১৪ দিন, ১৫ দিন থেকে ৩০ দিন এবং ৩১ দিন থেকে ৪৫ দিনের মেয়াদে আপনারা তিন শতাংশ সুদ পেয়ে যাবেন। অন্যদিকে ৪৬ দিন থেকে ৯০ দিন, এবং ৯১ দিন থেকে ১৭৯ দিনের মেয়াদের ফিক্স ডিপোজিটে পেয়ে যাবেন ৪.৫০ শতাংশ সুদ। ১৮০ দিন থেকে ২১০ দিন, ২১১ দিন থেকে২৬৯ দিন, ২৭০ দিন থেকে এক বছরের কম মেয়াদের ফিক্স ডিপোজিট এর ক্ষেত্রে সুদ পেয়ে যাবেন ৬%। এছাড়াও এক বছর এবং দুই বছরের মেয়াদের ফিক্স ডিপোজিটে পেয়ে যাবেন ৬.৮০ শতাংশ হারে সুদ। ৫ বছরের মেয়াদে ৬ শতাংশ এবং ১০ বছরের মেয়াদে ৬ শতাংশ সুদ আপনাদের জন্য রয়েছে।

Advertisement
Advertisement

Related Articles

Back to top button