Today Trending Newsব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

ব্যাংক বন্ধ হয়ে গেলে পাবেন ৫ লক্ষ টাকা, ঘোষণা অর্থমন্ত্রীর

Advertisement

আজ ঘোষণা হলো কেন্দ্রীয় বাজেট। আর বাজেটে ডিপোজিট বীমা ৫ লক্ষ টাকা বাড়ানোর ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। অর্থাৎ এবার থেকে ব্যাংক কোনো কারণ বশত বন্ধ হয়ে গেলে আপনি ৫ লক্ষ টাকা অবশ্যই পাবেন। আগে এই ডিপোজিট বীমার পরিমাণ ছিল ১ লক্ষ টাকা, যার পরিমান বেড়ে এবার হলো ৫ লক্ষ টাকা।

গতবছর একাধিক ব্যাংকে সমস্যা হওয়ার পর ব্যাংকের ডিপোজিট বীমা নিয়ে যে কেন্দ্রীয় সরকার পদক্ষেপ করবে সে ইঙ্গিত পাওয়া গিয়েছিল বাজেটের আগে থেকেই। গতবছর পাঞ্জাব-মহারাষ্ট্র কার্পোরেশন ব্যাংকের আর্থিক কেলেঙ্কারির পর ব্যাংক নিয়ে বড়সড় পদক্ষেপ করার ইঙ্গিত মিলেছিল। ব্যাংকের আর্থিক দুর্নীতি নিয়ে সাধারণ গ্রাহকদের চিন্তা কমিয়ে ২০২০-২১ এর বাজেটে অর্থমন্ত্রী বলেন ‘মিনিমাম ইনসিওরেন্স ডিপোজিট’ এর ঊর্ধ্বসীমা বাড়ানো হয়ছে।

এবার থেকে কোনো কারণ বশত ব্যাংক বন্ধ হয়ে গেলে গ্রাহকরা ৫ লক্ষ টাকার বীমার সুবিধা পাবেন। এদিনের বাজেটে অর্থমন্ত্রী আরও ঘোষণা করেছেন, সরকারের হাতে থাকা এলআইসির শেয়ার বিক্রি করা হবে। এলআইসির সাথে আইডিবিআই এর শেয়ারও বিক্রি করা হবে।

Related Articles

Back to top button