বর্তমানের যুগে ব্যাঙ্ক পরিষেবা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা অস্বীকার করা যায় না। মাঝে মাঝেই বিভিন্ন গুরুত্বপূর্ণ আর্থিক কাজ করতে মানুষ ব্যাঙ্কে যায়। কিন্তু হঠাৎ করে যদি ব্যাঙ্ক বন্ধ হয় তাহলে খুব সমস্যায় পরতে হয় সাধারণ মানুষকে। শেষ মুহূর্তে টাকার জোগাড় না হলে বড়ই অসহায় হয়ে পড়ে মানুষ। তাই সকলকে আগে থাকতে জেনে রাখা উচিত তার শহরে কোন কোন দিন ব্যাংক বন্ধ থাকবে। সেই তথ্য থাকলে মানুষ আগে থাকতেই ব্যাংকে গিয়ে টাকার ব্যবস্থা করে রাখতে পারে। যদি পরের সপ্তাহে ব্যাঙ্কে যাওয়ার পরিকল্পনা থাকে, তবে এটি আপনার জন্য গুরুত্বপূর্ণ খবর। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার দেওয়া তথ্য অনুযায়ী, আগামী সপ্তাহে ৭ দিনে ৫ দিন ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
আগামী সপ্তাহে ব্যাঙ্ক ছুটির তালিকা:
- 23 জানুয়ারী 2023- সোমবার- (নেতাজি সুভাষ চন্দ্র বসু জয়ন্তীতে আসামে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে)
- 25 জানুয়ারী 2023- বুধবার – (হিমাচল প্রদেশের রাজ্য দিবস) কারণে ছুটি থাকবে)
- 26 জানুয়ারী 2023- বৃহস্পতিবার- (প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে)
- 28 জানুয়ারী 2023- চতুর্থ শনিবার
- 29 জানুয়ারী 2023- রবিবার
ব্যাঙ্ক ছুটির বিষয়ে আরও তথ্যের জন্য, আপনি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল লিঙ্কটি দেখতে পারেন https://rbi.org.in/Scripts/HolidayMatrixDisplay.aspx। এখানে আপনি প্রতি মাসে প্রতিটি রাজ্যের ব্যাঙ্ক ছুটির তথ্য পাবেন। ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে যে শুধুমাত্র শাখাগুলিই বন্ধ থাকবে, তবে গ্রাহকরা অনলাইন পরিষেবার সুবিধা নিতে পারবেন। আপনি দিনে ২৪ ঘন্টা নেট ব্যাঙ্কিং সহ যে কোনও ব্যাঙ্কের অনলাইন পরিষেবাগুলির সুবিধা নিতে পারেন। ব্যাংক ছুটিতে এর কোনো প্রভাব পড়বে না।