কেরিয়ার

৬০০০ এর বেশি পদে ব্যাংকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো আইবিপিএস

IBPS ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে প্রবেশনারি অফিসার এবং ম্যানেজমেন্ট ট্রেনি নেওয়ার জন্য অনলাইন আবেদন গ্রহণের কাজ শুরু করে দিয়েছে ইতিমধ্যেই

Advertisement

এই যুগে দাঁড়িয়ে যেখানে সাধারণ মানুষ সব সময় একটা সরকারি চাকরির আশায় বসে রয়েছেন সেইখানেই, এবারে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনেল সিলেকশন বা IBPS এর তরফ থেকে প্রত্যেকটি ব্যাংকে প্রবেশনারী অফিসার এবং ম্যানেজমেন্ট ট্রেনি পদে নিয়োগের জন্য জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। জানা যাচ্ছে আগ্রহী প্রার্থীরা আজ থেকেই ibps.in ওয়েবসাইটে গিয়ে সরাসরি আবেদন করতে পারেন এবং এই নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ সিডিউল চেক করে ফেলতে পারেন। আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে ibps এর তরফ থেকে ৬৪৩২ টি পদের জন্য আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু করা হয়েছে। এই চাকরির জন্য আবেদন গ্রহণের প্রক্রিয়া সম্পূর্ণভাবে অনলাইন মাধ্যমে হবে এবং ইন্টারভিউ এর মাধ্যমে এই চাকরিতে গ্রহণ করা হবে বলে জানিয়েছে ibps। এই পরীক্ষা দুটি পর্যায়ে গ্রহণ করা হবে – প্রথমটি হল অনলাইন মাধ্যমে এবং দ্বিতীয়টি হল অফলাইন ইন্টারভিউ।

সূত্রের খবর, প্রারম্ভিক পরীক্ষা এবং ইন্টারভিউ যথাক্রমে অক্টোবর এবং নভেম্বর ২০২২ সালে গ্রহণ করতে চলেছে ibps। ২ আগস্ট থেকে ২২ আগস্ট পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চলবে। একবার যদি কোন ভাবে এই আবেদন করতে গিয়ে কোন ভুল হয়ে যায় তাহলে আবেদনকারী আরো একবার এই আবেদন পত্র সম্পূর্ণ রূপে পরিবর্তন করার সুযোগ পেয়ে যাবেন। ২০ থেকে ৩০ বছর বয়সী চাকরিপ্রার্থীরা এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। তবে রিজার্ভেশন ক্যাটাগরির জন্য চাকরিপ্রার্থীদের কিছু বয়সের দিক থেকে ছাড় দেওয়া হয়েছে।

শিক্ষাগত যোগ্যতার কথা বলতে গেলে, আবেদনকারীদের ভারতের যে কোন মান্যতা প্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো একটি বিষয়ে নূন্যতম স্নাতক হতে হবে। ভারতের অথবা কেন্দ্রীয় সরকার দ্বারা মান্যতা প্রাপ্ত যে কোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অথবা তার সমতুল্য কোন ডিগ্রী অর্জন করলেই কাজ হবে। আবেদন করার খরচের ব্যাপারে বলতে গেলে জেনারেল ক্যাটাগরির জন্য এই আবেদনের ফি ৮৫০ টাকা এবং সংরক্ষিত ক্যাটেগরির জন্য এই আবেদনের মূল্য ১৭৫ টাকা।

প্রারম্ভিক পরীক্ষাটি হবে ১ ঘন্টার এবং ১০০ নম্বরের জন্য এই পরীক্ষা নেওয়া হবে। অন্যদিকে ইন্টারভিউ এবং প্রধান পরীক্ষাটি হবে ২২৫ নম্বরের। এই পরীক্ষাটি ৩ ঘন্টা ৩০ মিনিটের জন্য আয়োজিত হবে। আপনারা যদি এই পরীক্ষা সফলতার সাথে ক্র্যাক করতে পারেন তাহলে আপনারা ব্যাঙ্ক অফ বরোদা, কানারা ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, পাঞ্জাব এন্ড সিন্ধ ব্যাংক, ইউকো ব্যাংক, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ব্যাংক অফ মহারাষ্ট্র তে চাকরি করতে পারবেন।

প্রারম্ভিক পরীক্ষায় শর্টলিস্ট হতে পারলে তারপরেই প্রধান পরীক্ষা এবং ইন্টারভিউ এর রাউন্ডে আপনারা পৌঁছাতে পারবেন। প্রধান পরীক্ষাটি গ্রহণ করা হবে নভেম্বর ২০২২ এবং রেজাল্ট বেরোবে ডিসেম্বর ২০২২ এ। এই প্রধান পরীক্ষাটিতে যারা যারা সফল হবেন তাদেরকে জানুয়ারি ও ফেব্রুয়ারি ২০২৩ সালে ইন্টারভিউ এর জন্য আমন্ত্রণ জানানো হবে। যদি তারা সেই ইন্টারভিউ ভালোভাবে ক্র্যাক করতে পারেন তাহলেই ব্যাংকের বিভিন্ন ক্ষেত্রে তারা চাকরি পাবেন।

Related Articles

Back to top button