Bank Holiday: রবীন্দ্র জয়ন্তীতে উৎসবের মেজাজ, রাজ্যজুড়ে ব্যাঙ্ক খোলা নাকি বন্ধ? জানাল RBI
মে মাস জুড়ে একাধিক কারণে বিভিন্ন দিনে বন্ধ থাকছে ব্যাঙ্ক (Bank Holiday)। দেশ জুড়ে বিভিন্ন দিনে ব্যাঙ্কগুলি কবে কবে বন্ধ থাকবে তা ঠিক করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। দেশ জুড়ে ব্যাঙ্ক ছুটির একটি তালিকা প্রকাশ করা হয় আরবিআই এর তরফে। ৮ মে, বুধবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। গোটা বাংলাতেই এই দিনটি পালিত হয় উৎসবের মেজাজেই। এদিন রাজ্যে ব্যাঙ্কগুলি খোলা থাকবে নাকি বন্ধ? জানিয়ে দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
আরবিআই এর তরফে প্রকাশ করা ব্যাঙ্ক হলিডে লিস্টেই রয়েছে রবীন্দ্রজয়ন্তীর উল্লেখ। অর্থাৎ ৮ মে কলকাতা সহ গোটা রাজ্যেই ব্যাঙ্ক গুলি বন্ধ থাকবে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে সারা বাংলায় ব্যাঙ্কের কাজ বন্ধ থাকছে। তবে এদিন শুধু বাংলাতেই ছুটি। দেশের অন্যত্র ব্যাঙ্কগুলিতে থাকবে না ছুটি। এই দিনগুলিতে অনলাইন পরিষেবা চালু থাকছে।
একই রকম ভাবে আগামী ১০ মে বসব জয়ন্তী বা অক্ষয় তৃতীয়া। এদিন মূলত বেঙ্গালুরুতে ব্যাঙ্কগুলিতে ছুটি থাকবে বলে জানানো হয়েছে আরবিআই এর তরফে। কিন্তু এদিন দেশের অন্যত্র ব্যাঙ্কিং পরিষেবা একই রকম থাকবে। বাংলাতেও অক্ষয় তৃতীয়া উপলক্ষে কোনো ছুটির ঘোষণা করা হয়নি ব্যাঙ্কে।
মে মাসে আর যে কদিন ছুটি রয়েছে ব্যাঙ্কে- ১১ মে মাসের দ্বিতীয় শনিবার। এই দিন দেশের প্রতিটি ব্যাঙ্কই বন্ধ থাকে। আর ১২ মে রবিবার সাপ্তাহিক ছুটির কারণে দেশ জুড়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে। এছাড়া ১৩ মে জম্মু কাশ্মীরে লোকসভা ভোটগ্রহণ পর্ব। তাই এদিন সেখানে বন্ধ থাকবে ব্যাঙ্ক। ১৯ মে রবিবার সাপ্তাহিক ছুটি। তাই এদিন দেশ জুড়ে বন্ধ থাকবে ব্যাঙ্ক। ২৩ মে দেশের বড় বড় শহরে রয়েছে বুদ্ধ পূর্ণিমার ছুটি। ২৫ মে শনিবার ভুবনেশ্বর এবং আগরতলায় রয়েছে ভোটগ্রহণ। তাই সেখানে বন্ধ থাকবে ব্যাঙ্ক। ২৬ মে রবিবার সাপ্তাহিক ছুটি উপলক্ষে দেশ জুড়ে বন্ধ থাকবে ব্যাঙ্ক।