রাজীব ঘোষ: দলীয় কার্যালয় দখলকে কেন্দ্র করে রনক্ষেত্র হয়ে উঠেছে ব্যারাকপুর।বিজেপির পার্টি অফিস দখলকে ঘিরে শ্যামনগর এলাকা রনক্ষেত্রের চেহারা নেয়।ব্যারাকপুরের সাংসদ ও বিজেপি নেতা অর্জুন সিংয়ের গাড়ি ভাঙচুর করা হয়।সংঘর্ষের জেরে মাথা ফাটে অর্জুন সিংয়ের।অর্জুন সিংকে চিকিৎসার জন্য কলকাতার অ্যাপোলো হাসপাতালে নিয়ে আসা হয়েছে।সব মিলিয়ে ফের অগ্নিগর্ভ হয়ে উঠেছে ব্যারাকপুর সংলগ্ন কাকিনাড়া, জগদ্দল, শ্যামনগর এলাকা।পুলিশের সামনে অর্জুনের উপর হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শূন্যে কয়েক রাউন্ড গুলি চালায়।
এরপর অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমাবাজি হয়।পুলিশের বিরাট বাহিনী অর্জুন সিংয়ের বাড়ির সামনে রয়েছে।কোনো জায়গায় জমায়েত করতে দেওয়া হচ্ছে না।সকালে শ্যামনগরের বিজেপির তিনটি পার্টি অফিস তৃণমূল দখল করে নেয়।তৃণমূল কংগ্রেসের বক্তব্য, ওই পার্টি অফিস তৃণমূলের ছিল।লোকসভা নির্বাচনের পর তৃণমূল নেতা কর্মীরা বিজেপিতে যোগদান করার সঙ্গে সঙ্গে ওই পার্টি অফিসগুলো বিজেপির দখলে চলে যায়।এবার তৃণমূল ফের ওই পার্টি অফিস দখল করে।সেই ঘটনাকে কেন্দ্র করে গন্ডগোল শুরু হয়।পুলিশের সামনে তৃণমূল কর্মীরা পার্টি অফিসের চেয়ার,টেবিল ভাঙচুর করে।রাস্তায় দাড়ানো গাড়িতে ভাঙচুর করা হয়।তৃণমূলের দাবি, বিজেপি দখল করেছিল এই পার্টি অফিসগুলো।সেগুলি দখলমুক্ত করা হলো।