মুম্বই: আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা ‘আইপিএল ২০২০’। কিন্তু যেখানে দু সপ্তাহ বাকি, সেখানে এখন সূচি প্রকাশ করেনি বিসিসিআই। কেন সূচি প্রকাশ করা হচ্ছে না? সেই নিয়ে সরগরম ক্রিকেটমহল। তবে সব জল্পনার অবসান ঘটিয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।
দেশের করোনা পরিস্থিতি উদ্বেগজনক। তাই এ বছর আইপিএল করার জন্য সংযুক্ত আরব আমিরশাহীকেই বেছে নিয়েছে বিসিসিআই। কিন্তু সেখানে যাওয়া মাত্র চেন্নাই সুপার কিংসের ড্রেসিংরুমে হানা দিয়েছে করোনা। দুই ক্রিকেটার সহ দশ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। যদিও আমিরশাহীতে করোনা মোকাবিলার কঠোর ব্যবস্থা রয়েছে। দুবাই, আবুধাবি শারজা এই তিনটি শহর মিলিয়ে এবারের আইপিএল অনুষ্ঠিত হবে। কিন্তু কবে প্রকাশ হবে সূচি? এ প্রশ্ন যখন সকলের মনে ঘুরছে, তখন তার উত্তর দিলেন স্বয়ং বিসিসিআই প্রেসিডেন্ট।
বৃহস্পতিবার সৌরভ জানিয়েছেন, কিছু সমস্যা ছিল। সেগুলো মিটিয়ে ফেলা হয়েছে। আশা করা যাচ্ছে আগামী দিন দুয়েকের মধ্যেই বোর্ড আইপিএলের সূচি প্রকাশ করে দেবে। চিন্তার কোনও কারণ নেই। যেহেতু গোটা বিশ্বে করোনা মহামারি আকার ধারণ করেছে, সেহেতু ভেবেচিন্তে প্রত্যেকটা পদক্ষেপ নিতে হচ্ছে। তাই সূচি প্রকাশে বিলম্ব হচ্ছে। তবে আশা করা যাচ্ছে আগামিকাল, শুক্রবার বোর্ড সূচি প্রকাশ করে ফেলতে পারে।
প্রসঙ্গত, দুবাই এবং শারজার থেকেও আবুধাবিতে করোনা মোকাবিলায় কঠোর নিয়ম রয়েছে। দুবাই এবং শারজা থেকে যতবার ক্রিকেটাররা আবুধাবিতে প্রবেশ করবেন, ততবার করোনা পরীক্ষা করতে হবে। এই নিয়ম দুবাই এবং শারজাতে নেই। আবুধাবিতে এরকম কঠোর নিয়ম থাকার ফলে কিছু ম্যাচ আবুধাবি থেকে সরিয়ে আনার পরিকল্পনা করছে বিসিসিআই। তাই সূচি প্রকাশ করতে দেরি হচ্ছে বলে সূত্রের খবর। তবে সৌরভের কথা অনুযায়ী দিন দুয়েকের মধ্যে তা প্রকাশ হবে বলে আশাবাদী সকলে।














Spice Girls Reunite to Celebrate Emma Bunton’s 50th Birthday in the English Countryside