Viral: সমালোচনাকে তুড়ি মেরে ব্যাপক বেলি ডান্স স্থূল চেহারার যুবতীর, প্রশংসার ঝড় নেটদুনিয়াতে
ইচ্ছাশক্তি থাকলেই শত প্রতিকূলতা জয় করা যায়
গোটা বিশ্বের তরুণ প্রজন্মের কাছে এখন ট্রেন্ড হয়েছে শর্ট ভিডিও বানানো। টিকটক অ্যাপের সময় থেকে এই ছোট ভিডিও বানানোর ট্রেন্ড শুরু হয়েছিল। বর্তমানে জাতীয় নিরাপত্তার স্বার্থে ভারতে এই অ্যাপ বন্ধ হয়ে গেলেও শর্ট ভিডিও বানানোর প্রবণতা একদমই কমেনি। বরং বলা যেতে পারে, বিভিন্ন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া সাইট ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব ইত্যাদিতে এই শর্ট ভিডিও বানানোর ফিচার চলে এসেছে। ইন্টারনেটের দুনিয়াতে গেলেই দেখা যায় বিভিন্ন ভাইরাল শর্ট ভিডিও। আজকের এই প্রতিবেদনে এমনই এক ভাইরাল ভিডিও সম্বন্ধে আপনাদের জানাবো।
নেটিজেনরা কোনো একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক এর ভিত্তিতে নাচ বা অভিনয় করে শর্ট ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে থাকে। অনেকের প্রতিভা থাকলেও আগে তা প্রদর্শন করার সঠিক স্থান বা সুযোগ পেত না। তবে এখন সেই মুশকিল আসান করে দিয়েছে সোশ্যাল মিডিয়ার দুনিয়া। যে কেউ নিজের ইচ্ছামত বিনা খরচায় সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে ভিডিও আপলোড করে নিজেদের প্রতিভা প্রদর্শন করতে পারেন। সম্প্রতি এক যুবতী নিজের বাড়ির ছাদে অসম্ভব সুন্দর কায়দায় বেলি ডান্স করে সকলকে চমকে দিয়েছে। মনে করছেন, এতে চমকে যাওয়ার কি আছে? আসলে মাঝে রয়েছে ছোট্ট টুইস্ট।
ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে এক যুবতি বাড়ির ছাদে ট্রেন্ডিং রিল ব্যাকগ্রাউন্ড মিউজিক ‘নাচ মেরি রানী’ গানে অসম্ভব সুন্দর কায়দায় পাশ্চাত্য নৃত্যকলা বেলি ডান্স করছে। কিন্তু সকল ডান্সারের মত তাঁর চিকন কোমর বা জিরো ফিগার কোনোটাই নেই। বরং সে বেশ ভালোই মোটা। সে তাঁর রিল ভিডিওতেই জানিয়েছে যে সমাজের অনেকেই তাঁকে মোটা হওয়ার জন্য হাতি বা মোষ বলে সম্বোধন করলেও, সে কখনও তাতে পাত্তা দিতে রাজি হয়নি। ছোট থেকেই নাচ তাঁর প্যাশন।তাই তো শারীরিক অবয়বকে ডোন্ট কেয়ার করে অদম্য ইচ্ছাশক্তির জোরে বেলি ডান্সের মত কঠিন নাচ প্রায়ই করেন ওই যুবতী।
ভিডিওটি ইনস্টাগ্রামে আসতেই মুহুর্তের মধ্যে ব্যাপক ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা ওই যুবতীর অদম্য ইচ্ছাশক্তির প্রশংসা করেছেন এবং সেইসাথে তাঁর নাচের পারদর্শিতার ব্যাপক তারিফ করেছেন। ইতিমধ্যেই ভিডিওটিতে ৬ হাজারের বেশি মানুষ লাইক দিয়েছে। ভিডিওর মাধ্যমে ওই যুবতী বুঝিয়ে দিয়েছে যতই প্রতিকূলতা থাকুক না কেন, শুধুমাত্র ইচ্ছাশক্তি থাকলেই সব জয় করা সম্ভব।