Subhashree Ganguly:নানারুপে মহামায়াতে থাকছেন সুন্দরী শুভশ্রী ! রইলো মহালয়া’র নতুন ঝলক
দুর্গাপুজোর আর বেশি দেরি নেই। ইতিমধ্যেই চারিদিকে পুজো পুজো গন্ধ রব। বৃষ্টি থামলেই, ঝকঝকে রোদ উঁকি দিয়ে আকাশে চকচক করছে সাদা মেঘের ভেলা। মা দুর্গা আসার অপেক্ষায় দিন গুনছে বাঙালি। পুজোর আগেই মহালয়া। আর মহালয়া মানেই মা আসার আনন্দ। আর তখন থেকে বাচ্চা থেকে বুড়ো সকলে নিজের পড়াশোনা থেকে কাজে ফাঁকি দিতে শুরু করে কারণ মা আসছে। মহালয়া মানে ভোর চারটের সময় রেডিয়ো অন করে বীরেন্দ্রকৃষ্ণের চণ্ডীপাঠ শোনা। এই চণ্ডীপাঠ যখন প্রথম কানে আসে তখনই যেন দেবীপক্ষ শুরু হয়ে যায়, মনে হয় মা নিজের ছেলেমেয়েদের নিয়ে কৈলাস থেকে মর্তে পাড়ি দিয়েছে।
যতই দুষ্টু করোনা চোখ রাঙানি দিক মায়ের আগমনে কোনো বাধা দিতে পারেনা৷ মায়ের আগমনে চারিদিক আনন্দমুখর হয়ে ওঠে। শরৎ এর আকাশ যেন নেচে জানান দেয় আর মাত্র কদিন বাকি মায়ের আসতে। চলতি বছরে মহালয়ার দিন হল, অক্টোবর মাসের ৬ তারিখ। সুতরাং, হাতে বাকি মাত্র বাকি ২৪ দিন মতো। বর্তমানে রেডিয়ো মহালয়া শোনার পাশাপাশি টেলিভিশনের পর্দাতেও মহাময় দেখার প্রবনতা আছে।আর বাংলা প্রতিটি টেলিভিশন চ্যানেলে এই দিন দুর্গতিনাশিনীর দেখানো হয়।
তাই স্বভাবতই ওইদিন, রেডিয়োতে মহালয়া শোনার পর প্রায় প্রত্যেকেই টেলিভিশনের পর্দায় চোখ রাখেন মহালয়া দেখার জন্য। আদ সকলের উৎসাহ থাকে কোন চ্যানেলে কে মা দুর্গা সাজছেন। প্রতিটি চ্যানেল তাদের বেস্ট দিয়ে প্রিয় নায়িকাকে দিয়ে মহালয়া উপস্থাপন করে থাকেন। টলিপাড়ায় বেশ কিছুদিন ধরে গুঞ্জন চলছিল জি বাংলাতে দুর্গা সাজবেন শুভশ্রী। অবশেষে সব জল্পনার পতন ঘটেছে। জি বাংলার চ্যানেলের অফিসিয়াল পেজ থেকে শেয়ার করা হয়েছে নতুন প্রমো।
এই বছর জি বাংলার মহালয়ার থিম হল নানারুপে মহামায়া। আর ৪০ সেকেন্ডের এই ভিডিয়োতে শুভশ্রী হিসেবে মা দুর্গার স্নিগ্ধময়ীর রুপ দেখানো হল। এর আগে তাঁকে মা দুর্গা হিসেবে বহুবার মহালয়াতে দেখা গিয়েছে৷ তবে ইউভানের মা হওয়ার পর এই প্রথম পর্দায় দশভূজা হয়ে উঠবেন। শুভশ্রীর মুগ্ধতায়, অভিনয় আর নাচে আবারও মেতে উঠবে বহু দর্শক। জি বাংলার ইন্সটাগ্রাম পেজ থেকে নানারুপে মহামায়ার একঝলক শেয়ার করেছেন। এখন পুরোটা দেখার জন্য ৬ তারিখের অপেক্ষা। ভিডিও শেয়ার হতেই ভাইরাল। এই ভিডিও দেখে ইমন, শ্রুতি দাস, শ্রীমা ভট্টাচার্য, স্বস্তিকা দত্ত ভালোবাসা জানিয়েছেন। ইউভানের জন্মের পর রিয়ালিটি শোয়ে বিচারক হিসেবে কামব্যাক করলেও মহামায়া হিসেবে তাঁর প্রথম অভিনয় দেখবে বাঙালী দর্শক৷